এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাঠানো যাবে টাকা, কিভাবে জেনে নিন
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে চলে এসেছে Whatsapp Payment,এবার থেকে হোয়াটসঅ্যাপ ইউজাররা এই অ্যাপ ব্যবহারকরে টাকা আদান প্রদান করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ পেমেন্টের ব্যবহার করতে গেলে ইউজারের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং একটি ডেবিট কার্ড অবশ্যই থাকতে হবে৷
এরপর প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। তারপর
হোয়াটসঅ্যাপ এর সেটিং এ গিয়ে দেখাবে পেমেন্ট অপশন, এরপর নিউ পেমেন্ট এ ক্লিক করে অ্যাড পেমেন্ট মেথড এ ক্লিক করলে ব্যাঙ্কের তালিকা বেরিয়ে আসবে। সেখানে আপনার যে যেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কে ক্লিক করলে রেজিস্ট্রার মোবাইল নম্বরে ভেরিভাই এর জন্য একটি এসএমএস আসবে। ভেরিভাই সম্পূর্ণ হলে upi পিন নথিভুক্ত করতে হবে। এরপর কোনো ব্যাক্তিকে টাকা পাঠাতে হলে অ্যাটাচমেন্ট বাটানে ক্লিক করে অ্যামাউন্ট লিখে ইউপিঅাই পিন দিলেই আপনার হোয়াটসঅ্যাপ থেকে পেমেন্ট হয়ে যাবে।
২০১৮ সালে হোয়াটসঅ্যাপ ১ মিলিয়ন ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলক ভাবে এই অ্যাপ চালু করার দুবছর পর National payment Corporation of india অনুমোদনে এবার হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পেমেন্ট শুরু হয়েছে।
হোয়াটসঅ্যাপ কয়েকটি ব্যাংকের সাথে যুক্ত আছে যে গুলি হল আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং জিও পেমেন্ট ব্যাঙ্ক এবং আরও কয়েকটি।