জেনে নিন এমন কয়েকটি ব্যবসা, যার মাধ্যমে আপনি কোটিপতি হতে পারেন
কোটি টাকার মালিক হতে সবাই চায় কিন্তু কোটি টাকার মালিক হওয়া একেবারেই সোজা নয়, অনেকেই অর্থ উপার্জন করেও জমাতে পারেননা, আবার অনেকেই অর্থ উপার্জনের জন্য দীর্ঘ সময় পরিশ্রমের পরেও ধার দেনায় ডুবে থাকে। তবে এমন কয়েকটি ব্যবসা আছে যার মাধ্যমে আপনার কোটিপতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
তথ্য প্রযুক্তি – তথ্য প্রযুক্তির ব্যবসায় একাধিক মানুষ কোটিপতি হয়েছে, সেই তালিকায় আছে যেমন আছে বিল গেটস তেমনই আছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, ২০১৭ সালে তথ্য প্রযুক্তির ব্যবসায় কোটিপতি হওয়ার সংখ্যা নেহাত কম নয়। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ১৮৩ জন ২০১৭ তে বিলিনেয়ার হয়েছিলেন।
রিয়েল এস্টেট ব্যবসা – এই ব্যবসার রমরমা আগের মতই এখনো আছে, যদি আপনার হাতে বেশ অনেকটা অর্থ থাকে তাহলে এই ব্যবসায় আপনি কোটিপতি হতে পারেন। তবে যাদের পারিবারিক সূত্রে এই ব্যবসা তারা অনেক বেশি পরিচিতি লাভ করায় এই ব্যবসায় অন্যদের তুলনায় অধিক সফল৷ এই ব্যবসায় সফল ব্যাক্তিদের মধ্যে অন্যতম ডোনাল্ড ট্রাম্প।
ফ্যাশন ও খুঁচরো পণ্য –
এই ব্যবসা করে অনেকেরই জীবন পালটে গেছে।
অনেকেই এক ব্যবসা করে নিজস্ব ব্র্যান্ড খুলেছেন। বিশ্বের অনেক ব্যক্তি এই ব্যবসার মাধ্যমে বিলিয়নেয়ার হয়েছেন।
ফাইন্যান্স ও বিনিয়োগ –
বিশ্বের বেশিরভাগ কোটিপতি ব্যাক্তি এই ব্যবসা করে ধনবান হয়েছেন। বিশ্বজুড়ে বিলিয়নেয়র দের তালিকায় থাকা প্রায় ৩০০ জনই ফাইন্যান্স এর দ্বারা কোটিপতি হয়েছেন৷ বিনিয়গের ক্ষেত্রে বিলিয়নেয়র হওয়ার তালিকায় প্রথমেই আছেন ওয়ারেন বাফেট, যার মোট সম্পত্তির পরিমান ৭৮.১ বিলিয়ন ডলার। শেয়ার বাজারে যেমন ক্ষতির সম্ভাবনা থাকে তেমনি থাকে প্রচুর লাভের আশা। তাই ঝুঁকিপূর্ণ হলেও এই ব্যবসা আপনাকে বিলিয়নেয়র করতে পারে।