Home জেলার খবর সামনেই জগদ্ধাত্রী পুজো! চন্দননগরের শোভাযাত্রা নিয়ে কি কি নির্দেশিকা জারি করল প্রশাসন,...

সামনেই জগদ্ধাত্রী পুজো! চন্দননগরের শোভাযাত্রা নিয়ে কি কি নির্দেশিকা জারি করল প্রশাসন, জেনে নিন

চারিদিকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, উৎসবের মরশুমে সেই সংখ্যা যাতে হু হু করে না বেড়ে যায় সেই জন্য আগেই ঠিক হয়েছিল এবছর চন্দননগরে জগদ্ধাত্রীপুজো হবে নিয়মরক্ষার।
কৃষ্ণনগরেও এবছর নিয়মরক্ষার পুজো হবে বলে জানিয়ে দেওয়া হল।

চন্দননগর এবং কৃষ্ণনগরে পুজো আয়োজন কেমন হবে তা নিয়ে নির্দেশিকা দেওয়ার পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে বিসর্জনের নির্দেশিকাও।চন্দননগরে শোভাযাত্রা করে ঘট বিসর্জন এবছর হবে না। তবে একাধিক নিয়ম মেনে কৃষ্ণনগরে ঘট বিসর্জন হবে বলেই জানানো হয়েছে।

প্রশাসনের সাথে পুজো উদ্যোক্তাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্গাপুজোয় যেমন পুজো কমিটির সদস্য ছাড়া কেউ মণ্ডপে প্রবেশ করতে পারেনি, জগদ্ধাত্রী পুজোতেই তেমনই হবে।মণ্ডপ রাখা হবে খোলামেলা, মণ্ডপে যাতে অঞ্জলি না দেওয়া হয় সেদিকটা দেখার জন্য উদ্যোক্তাদের অনুরোধ জানানো হয়েছে।
মণ্ডপে থাকতে পারবেন সর্বোচ্চ ১০ জন ঢাকি। পুজো উদ্যোক্তাদের মধ্যে একসাথে ২৫ জনের বেশি ঢুকতে পারবেন না।
কৃষ্ণনগরে দশমীর দিন দুপুর ২ টো থেকে রাত ৯ টার মধ্যে
পুজো কমিটি গুলিকে ঘট বিসর্জনের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।কাঁধে করে প্রতিমা নেওয়া গেলেও প্রত্যেক পুজো কমিটির কে কখন বিসর্জন দেবে প্রশাসন তা পূর্বেই ঠিক করে রাখবে। নির্ধারিত সময়ের আগে বা পরে ঘট বিসর্জন করা যাবে না বলেই স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে।

- Advertisment -

জনপ্রিয়

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড”…

নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা তারকাদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড" অনুষ্ঠান। সম্প্রতি ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর আয়োজনে লিজান প্রেসেন্ট “ময়ূরপঙ্খী স্টার...

এবার ‘একান্নবর্তী’ পরিবারের গল্প নিয়ে আসছে পরিচালক মৈনাক ভৌমিক….

SVF প্রযোজনায় এবং মৈনাক ভৌমিকের পরিচালনায় আসতে চলেছে 'একান্নবর্তী' ৫১ নয়, এক অন্ন নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি পারিবারিক গল্প। এর আগে মৈনাক ভৌমিকের...

‘যকের ধন’, ‘অলিনগরের গোলকধাঁধা’ ‘ব্যোমকেশ’-র পর সায়ন্তন ঘোষালের নতুন থ্রিলার সিরিজ “ইন্দু”

বর্তমানে বাংলা ছবির জগতে থ্রিলারের রমরমা বেশ কিছু বছর ধরেই চলছে। আর যিনি এই থ্রিলার ছবির ধারাকে বজায় রেখেছেন তিনি পরিচালক সায়ন্তন ঘোষাল। এর...

শীঘ্রই আসতে চলেছে কৌন ভাটিয়ার এটিই প্রথম ছবি ‘নাপাক’….

পরিচালক কৌন ভাটিয়ার প্রথম ছবি ‘নাপাক’ নিয়ে আসছে যুদ্ধ থেকে ফেরার গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে 'নাপাক' এর অফিশিয়াল পোস্টার। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে...