Home জেলার খবর সামনেই জগদ্ধাত্রী পুজো! চন্দননগরের শোভাযাত্রা নিয়ে কি কি নির্দেশিকা জারি করল প্রশাসন,...

সামনেই জগদ্ধাত্রী পুজো! চন্দননগরের শোভাযাত্রা নিয়ে কি কি নির্দেশিকা জারি করল প্রশাসন, জেনে নিন

চারিদিকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, উৎসবের মরশুমে সেই সংখ্যা যাতে হু হু করে না বেড়ে যায় সেই জন্য আগেই ঠিক হয়েছিল এবছর চন্দননগরে জগদ্ধাত্রীপুজো হবে নিয়মরক্ষার।
কৃষ্ণনগরেও এবছর নিয়মরক্ষার পুজো হবে বলে জানিয়ে দেওয়া হল।

চন্দননগর এবং কৃষ্ণনগরে পুজো আয়োজন কেমন হবে তা নিয়ে নির্দেশিকা দেওয়ার পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে বিসর্জনের নির্দেশিকাও।চন্দননগরে শোভাযাত্রা করে ঘট বিসর্জন এবছর হবে না। তবে একাধিক নিয়ম মেনে কৃষ্ণনগরে ঘট বিসর্জন হবে বলেই জানানো হয়েছে।

প্রশাসনের সাথে পুজো উদ্যোক্তাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্গাপুজোয় যেমন পুজো কমিটির সদস্য ছাড়া কেউ মণ্ডপে প্রবেশ করতে পারেনি, জগদ্ধাত্রী পুজোতেই তেমনই হবে।মণ্ডপ রাখা হবে খোলামেলা, মণ্ডপে যাতে অঞ্জলি না দেওয়া হয় সেদিকটা দেখার জন্য উদ্যোক্তাদের অনুরোধ জানানো হয়েছে।
মণ্ডপে থাকতে পারবেন সর্বোচ্চ ১০ জন ঢাকি। পুজো উদ্যোক্তাদের মধ্যে একসাথে ২৫ জনের বেশি ঢুকতে পারবেন না।
কৃষ্ণনগরে দশমীর দিন দুপুর ২ টো থেকে রাত ৯ টার মধ্যে
পুজো কমিটি গুলিকে ঘট বিসর্জনের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।কাঁধে করে প্রতিমা নেওয়া গেলেও প্রত্যেক পুজো কমিটির কে কখন বিসর্জন দেবে প্রশাসন তা পূর্বেই ঠিক করে রাখবে। নির্ধারিত সময়ের আগে বা পরে ঘট বিসর্জন করা যাবে না বলেই স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে।

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো ৮/১২- র, সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দিলেন সৌম্য ঋত…

৮/১২'র শুভ মহরত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরুন রায়, প্রযোজক কান সিং সোধা, অভিনেতা কিঞ্জল নন্দ, রেমো, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী ছাড়াও...

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ “অন্য ইলিশ ও চিংড়ি উৎসব”….

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে ২৫ শে জুলাই দুপুর ১২টায় আয়োজন করা হয়েছিল "অন্য ইলিশ ও চিংড়ি উৎসব". বরানগর, টেবিন রোড,...

এবার “চারেক্কে প্যাঁচ” নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত…

অবাক লাগছে না? হ্যাঁ সত্যি অবাক লাগার মতোই কথা. দম ফাটানো হাসির ছবি নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত. "এ.কে.Ray", "আনএথিক্যাল"- এর পর "চারেক্কে প্যাঁচ"...

প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রিতেশ দেশমুখ…

এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রীতেশ দেশমুখ। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টলিউড...