Home জেলার খবর সামনেই জগদ্ধাত্রী পুজো! চন্দননগরের শোভাযাত্রা নিয়ে কি কি নির্দেশিকা জারি করল প্রশাসন,...

সামনেই জগদ্ধাত্রী পুজো! চন্দননগরের শোভাযাত্রা নিয়ে কি কি নির্দেশিকা জারি করল প্রশাসন, জেনে নিন

চারিদিকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, উৎসবের মরশুমে সেই সংখ্যা যাতে হু হু করে না বেড়ে যায় সেই জন্য আগেই ঠিক হয়েছিল এবছর চন্দননগরে জগদ্ধাত্রীপুজো হবে নিয়মরক্ষার।
কৃষ্ণনগরেও এবছর নিয়মরক্ষার পুজো হবে বলে জানিয়ে দেওয়া হল।

চন্দননগর এবং কৃষ্ণনগরে পুজো আয়োজন কেমন হবে তা নিয়ে নির্দেশিকা দেওয়ার পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে বিসর্জনের নির্দেশিকাও।চন্দননগরে শোভাযাত্রা করে ঘট বিসর্জন এবছর হবে না। তবে একাধিক নিয়ম মেনে কৃষ্ণনগরে ঘট বিসর্জন হবে বলেই জানানো হয়েছে।

প্রশাসনের সাথে পুজো উদ্যোক্তাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্গাপুজোয় যেমন পুজো কমিটির সদস্য ছাড়া কেউ মণ্ডপে প্রবেশ করতে পারেনি, জগদ্ধাত্রী পুজোতেই তেমনই হবে।মণ্ডপ রাখা হবে খোলামেলা, মণ্ডপে যাতে অঞ্জলি না দেওয়া হয় সেদিকটা দেখার জন্য উদ্যোক্তাদের অনুরোধ জানানো হয়েছে।
মণ্ডপে থাকতে পারবেন সর্বোচ্চ ১০ জন ঢাকি। পুজো উদ্যোক্তাদের মধ্যে একসাথে ২৫ জনের বেশি ঢুকতে পারবেন না।
কৃষ্ণনগরে দশমীর দিন দুপুর ২ টো থেকে রাত ৯ টার মধ্যে
পুজো কমিটি গুলিকে ঘট বিসর্জনের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।কাঁধে করে প্রতিমা নেওয়া গেলেও প্রত্যেক পুজো কমিটির কে কখন বিসর্জন দেবে প্রশাসন তা পূর্বেই ঠিক করে রাখবে। নির্ধারিত সময়ের আগে বা পরে ঘট বিসর্জন করা যাবে না বলেই স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...