কোভিড ১৯ এর দাপট কিছুতেই যেন কমতে চাইছে না, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে প্রতিদিন, ক্রমশ পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে, আর এই সময় চিন্তার কারণ সবথেকে বেশি শিশুদের নিয়ে। যদিও এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নবজাতক বা শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি তবে চিন্তা একটা থেকেই যায় কারণ কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছে রাজ্যের ন’মাসের এক শিশু।
করোনাভাইরাসে আক্রান্ত হলে গর্ভবতী মহিলা, প্রসূতি ও শিশুদের জন্য কতটা ক্ষতিকারক জেনে নিন
যদি গর্ভবতী মহিলার শরীরে করোনাভাইরাস থাকলে তাহলে গর্ভস্থ শিশুরও কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
ভাইরাস গর্ভবতী মায়ের জরায়ুর প্লাসেন্টা পেরিয়ে যাওয়ার কারণে গর্ভস্থ শিশুর করোনা সংক্রমণের ভয় অনেক বেশি, জানিয়েছেন মার্কিন চিকিৎসক পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ডাঃ ক্যারোলিন কোয়েন।
করোনা হলে প্রসূতির শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা দেখা যায়, যার ফলে সেই ভাইরাস প্রবেশ করতে পারে গর্ভজাত সন্তানের শরীরে জানিয়েছেন
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পেরিনেটাল এপিডেমিওলজিস্ট ডাঃ খ্রিশ্চান চেম্বার্স।
এ প্রসঙ্গে তিনি আরও জানান গর্ভবতী মায়ের জরায়ুর প্লাসেন্টা ভ্রূণকে সুরক্ষিত রাখার সাথেই শরীরে অ্যান্টিবডি হিসাবে কাজ করে, যার ফলে করোনা সংক্রমণে ভ্রূণের বা শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।
যদি ভাইরাস অনেক বেশি শক্তিশালী হয় এবং ভ্রূণের কাছে পৌঁছে যায় তাহলে গর্ভস্থ শিশুর ক্ষতির আশঙ্কা থাকে। গর্ভবতী মহিলা যদি করোনা আক্রান্ত হন তাহলে সন্তান প্রসবের নানা সমস্যা দেখা দিতে পারে, এমনকি শিশুর মৃত্যুও হতে পারে বলে জানিয়েছেন তিনি।