Home জেলার খবর Breaking News: অবশেষে বৈদ্যবাটিতে উদ্ধার হলো বিষ্ণু মালের কাটা মুন্ডু...

Breaking News: অবশেষে বৈদ্যবাটিতে উদ্ধার হলো বিষ্ণু মালের কাটা মুন্ডু…

অবশেষে পাওয়া গেল বিষ্ণু মালের কাটা মুন্ডু, উদ্ধার হল
নয়ানজুলিতে খুনিকে জেরার পর সারদিন তল্লাশির চালিয়ে শেষ পর্যন্ত নয়ানজুলিতে বিষ্ণু মালের কাটা মুন্ডু পাওয়া গেল। নৃশংস ভাবে খুন করা
হয়েছিল বিষ্ণু মালকে।খুন করে কেটে দেওয়া হয়েছিল তার হাত, পা, মুন্ডু, ধর। বিভিন্ন জায়গা থেকে সবকিছু উদ্ধারের পর কিছুতেই খোঁজ মিলছিল না তার মুন্ডুর। বৈদ্যবাটি খাল থেকে বিষ্ণু মালের হাত ও পা পাওয়া যায়, শেওড়াফুলি থেকে মেলে ধড়। সারাদিন তল্লাশির পর কাটা মুন্ডু উদ্ধার হল।ইতিমধ্যেই খুনি বিশাল দাসকে১৪ দিনের হেফাজতে রাখা হয়ে। চন্দননগর কমিশনারেটের গোয়েন্দারা তাকে জেরা করে সন্ধান চালায় কাটা মুণ্ডুর । এরপর বিশাল দাস, রথীন সিং ও বিপ্লব বিশ্বাসকে সঙ্গে নিয়ে বৈদ্যবাটিতে গিয়ে কাটা মুণ্ডুর খোঁজ করতে থাকেন গোয়েন্দারা, সকাল থেকেই নয়ানজুলিতে তল্লাশি চালানো হলেও কাটা মুণ্ডুর মেলেনি, তব সন্ধ্যায় বৈদ্যবাটির দীর্ঘাঙ্গী ও ভদ্রেশ্বরের বিঘাটির মাঝের ধোবা পুকুরের পাশের নয়ানজুলিতে পাওয়া যায় বিষ্ণু মালের কাটা মুণ্ডু।গত ১০ অক্টোবর থেকে বিষ্ণু মাল ছিলেন নিখোঁজ। কামারপাড়ার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে গেছিল বিশাল ও তার দল। এরপর তাকে খুন করা হয় এবং দেহ টুকরো টুকরো করে কেটে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় ।


ঘটনার তদন্ত শুরু হলে জানা যায় এই খুনের কারণ ত্রিকোণ প্রেম, যার জেরেই নৃশংস খুন করা হয় বিষ্ণু মালকে। খুন করে এলাকা থেকে পালিয়ে যায় বিশাল। পরে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায় লুকিয়ে পরে বিশাল দাস ও তার দুই সঙ্গী। পরে সেখান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
এর আগেও তিনজনকে খুন করেছিল বিশাল। বিষ্ণু মালের খুনের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...