সৎবাবার বারংবার ধর্ষনে অন্তঃসত্বা কিশোরী
দিনের পর দিন সৎবাবার ধর্ষনের শিকারের ফলে অন্তঃসত্বা হয়ে পড়েন কিশোরী। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে বড়তলা এলাকায়। স্থানীয় সুত্রে খবর, এদিন সকালে একটি প্রেগনেন্সি কিটের রেজাল্ট পজিটিভ না নেগেটিভ সেটা জানতে প্রতিবাসীদের দেখাতে আসেন কিশোরীর মা। কিটের রিপোর্ট পজিটিভ হওয়ায় খবর ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়। ধর্ষিতার মাকে জেরা করতেই আসল সত্যি বেড়িয়ে আসে। এলাকাবাসী অভিযুক্ত কে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন।
সুত্রে খবর, কিশোরীর মা অর্থাৎ অভিযুক্তের স্ত্রীর আগের স্বামী প্রায় দশ বছর আগে তাকে ছেড়ে চলে যান। এরপর তিনি অন্য যুবকের সঙ্গে থাকতে শুরু করেন এবং পরে বিয়ে করেন। ধর্ষিতার সৎ বাবা এলাকার কারোর সাথে মিশতে বারণ করেছিল যাতে তার সত্যিটা কোনো ভাবে বেরিয়ে না আসে। এমনকি প্রতিবেশীরা দেখেছে বাড়ির দরজায় অস্ত্র ঝুলিয়ে রাখতে। এই সন্দেহে জাগে এলাকাবাসীর মনে। কিন্তু কোনো প্রমাণ না থাকার জন্য তারা কিছু করতে পারেনি। কিন্তু এই ঘটনার পর তারা আর চুপ করে থাকতে পারে নি। অভিযুক্তকে প্রথমে বেধড়ক মারেন তারা এবং তারপর পুলিশের হাতে তুলে দেন।