চন্দননগরে গলায় রুটি ঝুলিয়ে অভিনব প্রতিবাদ বিএসএনএল কর্মীদের
মাসিক বেতন সঠিকভাবে না পাওয়ায় বিএসএনএল অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়লেন বিএসএনএল কর্মীরা। ঘটনাটি ঘটেছে চন্দননগরে।
সুত্রে খবর, লকডাউনের বাজারে টেলিকম কোম্পানির আয় তলানিতে যাওয়ায় কর্মীদের মাইনে কমিয়ে চার থেকে সাড়ে চার হাজার টাকা করা হয়েছে যা দিয়ে এখনকার বাজারে দিন গুজরান একপ্রকার অসম্ভব। আর এমনকি এখন কর্মীরা মাসে ঠিকঠাক ভাবে মাহিনা পাচ্ছেন না। আর সেই কারনে ক্ষোভে ফেটে অবরোধ করেন অফিস।
এক কর্মীর কথায়, ” কোম্পানির লাভ কি লোকসান হল তাতে কর্মচারীর কি আসে যায়? যখন অফিস একজন কর্মচারীকে নিয়োগ করছে তার দায়িত্ব কর্মচারী ঠিকঠাকমত মাসে বেতন পাচ্ছে কি না সেটা দেখা।”
সর্বোতপরি এই আন্দোলন কেবল বিএসএনএল কোম্পানির বিরুদ্ধে নয়, এই আন্দোলন ভারত সরকারের বিরুদ্ধে। ভারত সরকারের অধীনস্থ টেলিকম কোম্পানিতে কর্মরত কর্মীদের দেখা ভারত সরকারেরই কর্তব্য। কিন্তু সে দিকে কোন ভ্রুক্ষেপই নেই সরকারের, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে সরকার! এই মুহুর্তে যদি সরকার যথাযথ পদক্ষেপ না নেন তবে ভবিষ্যতে এই আন্দোলনের ঢল দিল্লি অবধি গড়াতে পারে।