মাত্র ১০ টাকায় লুঙ্গি, শাড়ি! শুনতে অবাক লাগলেও সত্যি, মাত্র ১০ টাকায় এই সব পোশাক দেওয়া হবে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড সরকার সিদ্ধান্ত নিয়েছে দারিদ্র সীমার নীচে যেসব পরিবার আছে তাদের একেবারেই সামান্য টাকায় ধুতি বা লুঙ্গি এবং শাড়ি দেওয়া হবে।
মাত্র ১০ টাকায় শাড়ি, লুঙ্গি অথবা ধুতি দেওয়া হবে গরিব মানুষদের, বাকি টাকা ঝাড়খণ্ড সরকার ভর্তুকি দেবে বলে জানানো হয়েছে।
ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বে মন্ত্রিসভায় যে বৈঠক হয়েছে তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় খাদ্য নিরাপত্তার ও অন্ত্যোদয় অন্ন যোজনায় আওতায় থাকা গরিবদের
ধুতি বা লুঙ্গি এবং শাড়ি ১০ টাকায় দেওয়া হবে প্রতি বছর দুবার করে। এবছর একবারই এই পোশাক দেওয়া হবে বলে জানানো হয়েছে।
হেমন্ত সোরেনের ঝাড়খন্ড মুক্তি মোর্চা নির্বাচনী ইস্তাহারে গরিবদের ধুতি, শাড়ি দেওয়ার ঘোষণা করায় আনন্দিত সেখানকার গরীব মানুষ।
সরকারের অভিনব উদ্যোগ, মাত্র ১০ টাকায় দিচ্ছে ধুতি, লুঙ্গি, শাড়ি…
- Advertisment -