ব্যবহার করা কন্ডোম ধুয়ে বিক্রির খবরে চাঞ্চল্য ভিয়েতনামে৷ দিনকয়েক আগে ভিয়েতনাম পুলিশের কাছে অভিযোগ আসে ব্যবহার করা কন্ডোম ধুয়ে পুনরায় বিক্রি করা হচ্ছে। তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবাক হয়ে যায়। ভিয়েতনামের সরকারি টিভি চ্যানেল ভিটিভির তরফে জানানো হয় , ঘটনাস্থলে গিয়ে অবাক কান্ড দেখে হতবাক হয়ে যায় পুলিশ। একটি গুদাম ঘর থেকে প্রচুর পরিমাণে কন্ডোম উদ্ধার করা হয় যা ব্যবহার হওয়ার পর ধুয়ে শুকিয়ে পুনরায় বিক্রির জন্য তৈরি করে রাখা হয়েছিল।
ঘটিনাটি ঘটেছে ভিয়েতনামের দক্ষিণ বিন দুয়ং প্রদেশে। সেখানকার ওই গুদাম ঘর থেকে বড় বড় ব্যাগ উদ্ধার করে পুলিশ যার মধ্যে ভরা ছিল ব্যবহার করা কন্ডোম।পুলিশ ঘটনাস্থল থেকে কয়েক ডজন বড় ব্যাগ উদ্ধার করেছে যার ওজন ৩৬০ কেজি এবং তাতে মোট ৩ লাখ ৪৫ হাজার কন্ডোম রয়েছে বলেও জানানো হয়েছে।
পুলিশের তরফে সমস্ত কন্ডোম ভর্তি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনার সাথে যুক্ত এক মহিলাকেও আটক করা হয়েছে ।
পুলিশি জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানিয়েছেন ব্যবহার করা কন্ডোম সংগ্রহ করে প্রথমে গরম জলে ধুয়ে তারপর শুকিয়ে রাখা হত ওই সমস্ত কন্ডোম এবং তারপর তা পুনরায় বিক্রয়যোগ্য করে তোলা হত। এভাবে প্রতি কেজি বিক্রি করে তিনি ০.১৭ ডলার অর্থ পান।
এই ধরনের কন্ডোম বিক্রির ব্যবসা ভিয়েতনাম ছাড়াও অন্য দেশেও হয় কি না তদন্ত চালাচ্ছে পুলিশ আধিকারিকরা। এমন ঘটনার পেছনে কোনও আন্তর্জাতিক চক্রের যোগ থাকতে পারে বলে অনুমান পুলিশের। নেওয়া হচ্ছে, এর সঙ্গে