Home দেশ Breaking News:ব্যবহার করা কন্ডোম ধুয়ে বিক্রির ঘটনায় চাঞ্চল্য

Breaking News:ব্যবহার করা কন্ডোম ধুয়ে বিক্রির ঘটনায় চাঞ্চল্য

ব্যবহার করা কন্ডোম ধুয়ে বিক্রির খবরে চাঞ্চল্য ভিয়েতনামে৷ দিনকয়েক আগে ভিয়েতনাম পুলিশের কাছে অভিযোগ আসে ব্যবহার করা কন্ডোম ধুয়ে পুনরায় বিক্রি করা হচ্ছে। তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবাক হয়ে যায়। ভিয়েতনামের সরকারি টিভি চ্যানেল ভিটিভির তরফে জানানো হয় , ঘটনাস্থলে গিয়ে অবাক কান্ড দেখে হতবাক হয়ে যায় পুলিশ। একটি গুদাম ঘর থেকে প্রচুর পরিমাণে কন্ডোম উদ্ধার করা হয় যা ব্যবহার হওয়ার পর ধুয়ে শুকিয়ে পুনরায় বিক্রির জন্য তৈরি করে রাখা হয়েছিল।ঘটিনাটি ঘটেছে ভিয়েতনামের দক্ষিণ বিন দুয়ং প্রদেশে। সেখানকার ওই গুদাম ঘর থেকে বড় বড় ব্যাগ উদ্ধার করে পুলিশ যার মধ্যে ভরা ছিল ব্যবহার করা কন্ডোম।পুলিশ ঘটনাস্থল থেকে কয়েক ডজন বড় ব্যাগ উদ্ধার করেছে যার ওজন ৩৬০ কেজি এবং তাতে মোট ৩ লাখ ৪৫ হাজার কন্ডোম রয়েছে বলেও জানানো হয়েছে।পুলিশের তরফে সমস্ত কন্ডোম ভর্তি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনার সাথে যুক্ত এক মহিলাকেও আটক করা হয়েছে ।

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানিয়েছেন ব্যবহার করা কন্ডোম সংগ্রহ করে প্রথমে গরম জলে ধুয়ে তারপর শুকিয়ে রাখা হত ওই সমস্ত কন্ডোম এবং তারপর তা পুনরায় বিক্রয়যোগ্য করে তোলা হত। এভাবে প্রতি কেজি বিক্রি করে তিনি ০.১৭ ডলার অর্থ পান।এই ধরনের কন্ডোম বিক্রির ব্যবসা ভিয়েতনাম ছাড়াও অন্য দেশেও হয় কি না তদন্ত চালাচ্ছে পুলিশ আধিকারিকরা। এমন ঘটনার পেছনে কোনও আন্তর্জাতিক চক্রের যোগ থাকতে পারে বলে অনুমান পুলিশের। নেওয়া হচ্ছে, এর সঙ্গে

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো ৮/১২- র, সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দিলেন সৌম্য ঋত…

৮/১২'র শুভ মহরত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরুন রায়, প্রযোজক কান সিং সোধা, অভিনেতা কিঞ্জল নন্দ, রেমো, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী ছাড়াও...

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ “অন্য ইলিশ ও চিংড়ি উৎসব”….

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে ২৫ শে জুলাই দুপুর ১২টায় আয়োজন করা হয়েছিল "অন্য ইলিশ ও চিংড়ি উৎসব". বরানগর, টেবিন রোড,...

এবার “চারেক্কে প্যাঁচ” নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত…

অবাক লাগছে না? হ্যাঁ সত্যি অবাক লাগার মতোই কথা. দম ফাটানো হাসির ছবি নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত. "এ.কে.Ray", "আনএথিক্যাল"- এর পর "চারেক্কে প্যাঁচ"...

প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রিতেশ দেশমুখ…

এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রীতেশ দেশমুখ। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টলিউড...