Home অজানা তথ্য অসৎ নারী চেনার আটটি উপায়! বিস্তারিত জানুন...

অসৎ নারী চেনার আটটি উপায়! বিস্তারিত জানুন…

একই সময়ে বহুপুরুষে লিপ্ত নারীর সংখ‍্যা দিনের পর দিন বেড়েই চলেছে। বিশ্বস্ত একজন নারী যার সাথে ঘর বেধে সুখে জীবন কাটানো যায় এরকম নারী পাওয়া আজকাল বড়ই দুষ্কর। জীবনকে সুন্দর করতে একজন চরিত্রবান নারীর ভূমিকা অপরিসীম।

যারা জীবনসঙ্গী খুজছেন তাদের অবশ‍্যই চরিত্রবান নারী চিনতে হবে। তাহলে চরিত্রবান নারীসঙ্গে আপনি অনেকটাই নিরাপদে থাকবেন। চলুন দেখা যাক অসৎ নারী চেনার আটটি উপায় –১. লজ্জাই নারীর ভূষন। তবে অসৎ নারীরা বাহ‍্যিকভাবে আপাত ভদ্র হলেও মুখেচোখে তাদের নিলজ্জ হাবভাব প্রকাশ পায়। পুরুষের দিকে এমনভাবে চেয়ে থাকে যেন তার ভিতরটা পুরো পড়ে ফেলেছে।

২. পূরুষের সঙ্গে কথা বলার সময় চুল নিয়ে নড়াচড়া করবে। পুরুষকে বাধ‍্য করবে তার রুপের দিকে তাকাতে। ইঙ্গিতবাহী পোষাক পড়ে আসবে তার সামনে যাতে তার প্রতি আকৃষ্ট হয়।

৩. কিছু নারী প্রথমে পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে। এরপর তার বাড়ীর ব‍্যাপারে খোজখবর নিতে থাকে। আর তাকে বিশ্বাস করে পুরুষেরা চট করে নিজের সম্পর্কে ফলে ফেলে।৪. নানা ছুতোয় কথা বলার চেষ্টা করে। এরপর তার বাড়িতেও চলে আসে। এসে পরিবারের লোকের সঙ্গে সদ্ভাব গড়ে তোলে। ফলে বাড়ির লোকের নজরেও সে বিশ্বাসযোগ্য।

৫. বারংবার দেখা করতে চায়। কিন্তু সেই দেখা হওয়া নিতান্তই গোপনে অন‍্য কাউকে ডাকে না।

৬. মাঝরাতে মেসেজ করে। রাত ১ টা ২ টোর সময়েও মেসেজ করতে থাকে।৭. যেসব নারী মদ‍্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন। মদ‍্যপান এদের সততাকে ও পাশাপাশি কুমারিত্ব ও চরিত্রকে বিনষ্ট করে।

৮. অসৎ নারীরা নানা অছিলায় যৌনতাকে সম্পর্কের মাঝে নিয়ে আসে। পুরুষকে যৌনভাবে উত্তেজিত করতে চায়।

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো ৮/১২- র, সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দিলেন সৌম্য ঋত…

৮/১২'র শুভ মহরত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরুন রায়, প্রযোজক কান সিং সোধা, অভিনেতা কিঞ্জল নন্দ, রেমো, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী ছাড়াও...

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ “অন্য ইলিশ ও চিংড়ি উৎসব”….

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে ২৫ শে জুলাই দুপুর ১২টায় আয়োজন করা হয়েছিল "অন্য ইলিশ ও চিংড়ি উৎসব". বরানগর, টেবিন রোড,...

এবার “চারেক্কে প্যাঁচ” নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত…

অবাক লাগছে না? হ্যাঁ সত্যি অবাক লাগার মতোই কথা. দম ফাটানো হাসির ছবি নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত. "এ.কে.Ray", "আনএথিক্যাল"- এর পর "চারেক্কে প্যাঁচ"...

প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রিতেশ দেশমুখ…

এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রীতেশ দেশমুখ। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টলিউড...