অষ্টম শ্রেণীর এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নবগ্রাম নবচক্র এলাকায়। বুধবার সকালে তাঁর বাবা মা উঠে গেলেও সে ঘর থেকে বেরোয় নি, বারবার দরজা ধাক্কা দেওয়ার পরেও দরজা না খোলায় চিন্তিত হয় তাঁর মা বাবা, ঘরে গিয়ে দেখা যায় তাঁর ঝুলন্ত দেহ, হুগলির উত্তরপাড়া থানার নবগ্রাম নবচক্র পাড়া এলাকায় পুলিশ গিয়ে উদ্ধার করে তরুণীর মৃতদেহ। মৃত ছাত্রীর নাম শ্রেয়সী দত্ত, ডানকুনির একটি বেসরকারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল শ্রেয়সী।
পরিবারের সকলের ভেঙে পড়েছেন এই ঘটনায়, কেন জীবন শেষ করার সিদ্ধান্ত নিল শ্রেয়সী উত্তর জানা নেই কারোর।
নবগ্রাম পঞ্চায়েতের এক সদস্যের ভাইজি শ্রেয়সী। খবর পেয়ে ঘটনাস্থলে যান নবগ্রামের তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব মজুমদার।
শ্রেয়সীর মৃত্যুতে বিষাদ নেমে এসেছে গোটা এলাকায়।
বার বার ডেকেও খুললো না দরজা। জানলা দিয়ে চোখে পরলো ঝুলন্ত দেহ উত্তরপাড়ায়
- Advertisment -