Home খেলা জট কাটল আইএসএল খেলার জন‍্য বিড পেপার জমা ইস্টবেঙ্গলের...

জট কাটল আইএসএল খেলার জন‍্য বিড পেপার জমা ইস্টবেঙ্গলের…

সোমবার আইএসএল খেলার জন‍্য বিড পেপার জমা করার চেষ্টা করছিল ইস্ট বেঙ্গল। কিন্তু টেকনিক্যাল কারনে তা ইস‍্যু হয়নি। অবশেষে মঙ্গলবার উষার আলো দেখল লাল হলুদ। বিড পেপার জমা করল ইস্ট বেঙ্গল। এদিন রাতেই সরকারি ভাবে ঘোষনা করেছিল ক্লাব।


ইনভেস্টর ঠিক হওয়ার পরেও দুশ্চিন্তায় ছিলেন সমর্থকরা। ক্লাবের নাম কী হবে, এএফসি গাইডলাইন মানবে কিনা শ্রী সিমেন্ট,না হলে অথৈ জলে পড়তে হবে শতবর্ষীয় ক্লাব এই সব চিন্তা ঘুরপাক খাচ্ছিল তাদের মনে।

সোমবার বিড পেপার না জমা পড়ায় ক্লাবকে নিয়ে আরও গুঞ্জন বাড়ে। তবে মঙ্গলবার প্রাতরাশের আগেই সুখবর শোনায় লাল হলুদ।
এটিকের সঙ্গে মোহনবাগানের মার্জ হওর্য়ো ক্রমশ চাপ বাড়ছিল ইস্টবেঙ্গলের উপর। প্রতিপক্ষ খেলবে দেশের এক নম্বর লীগের সঙ্গে যেখানে নেই ইস্টবেঙ্গল? সেই দুশ্চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল সমর্থকদের। তবে অবশেষে শাপমুক্তি হল।


আর তাছাড়া পাহাড় প্রমান চাপ বাড়ছিল কর্তাদের উপর। লকডাউনের জন‍্য একের পর একের ইনভেস্টর না করে দেওয়ায় চাপ বাড়ছিল আরও। আর এদিকেএক নম্বরে থাকা দেশীয় তারকা বলবন্ত সিং, সিকে বিনীত প্রমুখদের সঙ্গে চুক্তি সেরেছিল ইস্টবেঙ্গল। তবে অবশেষে ইনভেস্টর জোগাড় করে আইএসএল বিড জমা দিল ইস্টবেঙ্গল।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...