কুন্ডুবাড়ির ১৩৬ বছরের প্রাচীন দুর্গাপুজো এবছর হবে ছোট করে, নিয়মরক্ষার পুজো
বন্ধ হয়ে হয়েও হল না, মা আসছেন শ্রীরামপুরের কুণ্ডু বাড়িতে। ১৩৬ তম বছরের প্রাচীন দুর্গাপুজো এবছর বন্ধ হতে গিয়েও পারিবারিক ঐতিহ্য মেনে নিয়মরক্ষার পুজোর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে শ্রীরামপুরের কুণ্ডু বাড়িতে।
শ্রীরামপুর স্টেশন সংলগ্ন গঙ্গার ধারে তিনশোর অধিক বয়সী কুন্ডু বাড়ি। বহু প্রাচীন এই বাড়িতে বয়সের ছাপ স্পষ্ট, ভাঙ্গা ইট কোথাও বেরিয়ে এসেছে তো কোথায় দেওয়ালের গায়ে শ্যাওলা। এই বাড়ির ঠাকুরদালানে দুর্গা পুজো শুরু হয় ১৮৮৫ সালে গোপাল কুণ্ডুর হাত ধরে।
দীর্ঘদিন ধরে এই পরিবারে মায়ের আরাধনা চলে আসছে, তবে মাঝে একবার পুজো বন্ধ ছিল। ১৯৪৩ সাল থেকে ১৯৪৭ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই সময়ে ব্রিটিশরা দখল করে নিয়েছিল কুণ্ডু বাড়ির।
কুন্ডুবাড়িতে পুজো শুরু হয় জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো দিয়ে। পুজো শুরু হয় পঞ্চমীতে
বাড়ি সংলগ্ন ঠাকুরদালানে,যা আগে খড়ের চাল দেওয়া থাকলেও পরে তা কংক্রিটের করা হয়।
এবছর করোনা আবহে কঠিন পরিস্থিতিতে এ বার পুজো হবে কি হবে না এই নিয়ে অনেক টানাপোড়েন চলে।তবে শেষ মুহুর্তে ঠিক হয় এবছরও পুজো হবে তবে একচালা ছোট প্রতিমায় হবে পুজো। দূর থেকে যেসব আত্মীয়রা আসেন তারা আসবে না, নৈবেদ্য দেওয়া হবে গোটা ফলে। এবছরের পুজো নিয়মরক্ষার । তাতে আনন্দের আমেজ, হই হুল্লোড় নেই, আছে শুধু প্রার্থনা, আবার স্বাভাবিক পরিবেশ, করোনামুক্ত পরিবেশের আশা। ভালো থাকার, সুস্থ থাকার প্রার্থনা।