Home সোশাল মিডিয়া রাজা চন্দের ভাই দেবাঞ্জন চন্দের বিরুদ্ধে চিত্রনাট্য চুরির মামলা দায় করলেন পরিচালক...

রাজা চন্দের ভাই দেবাঞ্জন চন্দের বিরুদ্ধে চিত্রনাট্য চুরির মামলা দায় করলেন পরিচালক স্বরূপ মন্ডল

রাজা চন্দের ভাই দেবাঞ্জন চন্দ যিনি বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাড ফিল্ম মেকার হিসেবেই পরিচিত, কিন্তু বর্তমানে তাঁর বিরুদ্ধে বর্ধমান কোর্টে মামলা দায় করলেন পরিচালক স্বরূপ মন্ডল. পরিচালক স্বরূপ মন্ডলের দাবি দেবাঞ্জন চন্দ তার এবং চিত্রনাট্যকার দীপঙ্কর ঘোষের সম্মতি না নিয়েই তাদের কাহিনী নিয়ে ছবির শ্যুটিং আরম্ভ করতে চলেছিলেন. যদিও তিনি এটাও জানান তার সাথে দীপঙ্কর ঘোষের অগ্রিম চুক্তি ছিল তার গল্পের ওপর ভিত্তি করে পরিচালক স্বরূপ মন্ডল নিজেই একটি ছবি তৈরী করবেন.

কিন্তু হটাৎই দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত খবরটি দেখে তারা অবাক হন এবং জানতে পারেন যে তাদের গল্পের ওপর ভিত্তি করেই দেবাঞ্জন চন্দ তৈরী করতে চলেছেন “@ভগবান ভূত“. পরিচালক স্বরূপ মন্ডলের মতে তাদেরই গল্পের হুবহু অনুকরণে শুধুমাত্র ছবির নাম ও কিছু চরিত্রের নাম বদলে দেবাঞ্জন চন্দ ১৭ই নভেম্বর থেকে শ্যুটিং শুরু করতে চলেছিলেন যদিও বা কিছু অজানা কারণে শ্যুটিং পিছিয়ে দেন তিনি. একটি দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত এই খবরটির ওপর ভিত্তি করেই পরিচালক স্বরূপ মন্ডল বর্ধমান কোর্টে পরিচালক দেবাঞ্জন চন্দের বিরুদ্ধে তাদের গল্প চুরির অভিযোগ হেনে মামলা দায় করেন.

পরিচালক স্বরূপ মন্ডল আরো জানান তিনি দেবাঞ্জন চন্দ কে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কোনো রেসপন্স করেন নি.

এই ব্যাপারে চিত্রনাট্যকার দীপঙ্কর ঘোষকে জিজ্ঞাসা করলে তিনি আমাদের জানান “Shivankhs Entertainment এর কাছে আমি আমার একটা গল্প দিই, সালটা তখন ২০১৭, কিছু সমস্যার কারণে আমরা কাজটা তখন করতে পারিনি, এরপর Covid চলে আসে যারফলে আমাদের তখন কাজটা করে ওঠা সম্ভব হয় নি. কিন্তু এরকমও কোনো কিছু ছিল না যে প্রজেক্টটা হবে না, তবে দেবাঞ্জন চন্দ মানে রাজা চন্দের ভাই তিনি একই গল্পের প্লটে, নাম পাল্টে “@ভগবান ভূত” নাম দিয়ে সিনেমা শুরু করতে চলেছিলেন সেই নিয়ে দৈনিক বাংলা পত্রিকায় সেই নিয়ে একটি আর্টিকেল পাবলিশ হয়. এই সব দেখে আমি তথা পুরো প্রোডাকশন টিম নড়েচড়ে বসি. এখন আমরা জানতে পারি যে দেবাঞ্জন চন্দকে তখন স্টোরিটা শোনানো হয়েছিল. আর আজ তিনি এই ভাবে কোনোরকম সম্মতি না নিয়ে এই কাজটা করেছেন. ইতিমধ্যেই আমরা অ্যাকশন নিয়েছি ওনার বিরুদ্ধে”.

- Advertisment -

জনপ্রিয়

চোরাই বাইক সহ গ্রেপ্তার দুই অভিযুক্ত

শিলিগুড়ি সহ আশেপাশের এলাকা গুলিতে বড় গাড়ি পাচারের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে বাইক পাচার চক্র । অভিযানে নেমে তিনটি চুরির বাইক সহ দুই...

জেলা প্রশাসনের উদ্যোগে চা বাগানে সখী মেলা

মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে অঙ্গণওয়াড়ি কর্মীদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হল একদিনের সখী মেলা । এদিনের এই মেলার উধবোধন...

হঠাৎ করে গরম দার্জিলিং এ, অবাক এবং হতাশ পর্যটকেরা

গরম থেকে বাচতে শৈলশহরে এসেও গরম।হ্যা অবাক হলেও সত্যি ঘটনা দার্জিলিং এর তাপমাত্রা ঘোরাফেরা করছে 14 ডিগ্রীতে।পর্যটকেরা এসে গরম জামাকাপড় খুলে বের হচ্ছেন।কোন কোন...

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...