এই অতিমারির কবলে পরে যথেষ্ট উদ্বেগ জনক বর্তমান পরিস্তিতি. কিন্তু এমত অবস্থায় সিনেমা প্রেমীদের জন্য সুখবর. সম্প্রতি খুলেছে সিনেমা হল. সিনেমা হল খোলার পরই রিলিজ করতে চলেছে একের পর এক বাংলা ছবি.
এরই মধ্যে খুব তাড়াতাড়ি সাসপেন্স থ্রিলারে মোড়া রোমাঞ্চকর গল্প নিয়ে দর্শকে উপহার দিতে চলেছেন পরিচালক সৌভিক দে. এমএস ফিল্মস অ্যান্ড প্রোডাকশনস প্রযোজনায় এবং সৌভিক দে পরিচালিত ছবি “৬০ এর পরে“. সম্পর্ক, ভালোবাসা, খুন, রহস্য নিয়ে গল্প লিখেছেন পরিচালক সৌভিক দে ও সায়ন রায়.
কাহিনীর কেন্দ্রীয় চরিত্রে রয়েছে দুজন ভিকি ও সৌমিত্রা. তারা দুজনে জড়িয়ে পরে ভালোবাসার সম্পর্কে. এরপর তারা পরিবারের অমতে গিয়ে বিয়ে করে এবং নিজেদের মতো করে সাজিয়ে তোলে একটা ছোট্ট সংসার. তার কিছুমাসের মধ্যেই সন্তান সম্ভবা হয় সৌমিত্রা. কিন্তু শেষপর্যন্ত কি চিকিৎসকরা বাঁচাতে পারবেন সৌমিত্রার সন্তান কে?
এরপরেই ঘুরতে থাকে কাহিনীর মোর. মাঝখানে পেরিয়ে যায় দুটো বছর. শহরে ঘটতে থাকে একের পর এক খুনের ঘটনা. সেই খুনের ঘটনার হদিশ খুঁজতে গিয়ে হিমশিম খেয়ে যায় পুলিশ অফিসাররা. যখন এই খুনের তদন্ত করতে গিয়ে হয়রান হয়ে পরে পুলিশ অফিসাররা ঠিক সেই সময় এন্ট্রি নেয় গোয়েন্দা সমাজ মিত্র ও তার অ্যাসিস্ট্যান্ট অনন্ত বসুর. আর এখানেই ঘুরে যায় গল্পের মোড়. কি করে শহরের বুকে একের পর এক খুন হলো? কারাই বা জড়িয়ে রয়েছে এই খুনেই পিছনে? গোয়েন্দা সমাজ ও তার অ্যাসিস্ট্যান্ট অনন্ত মিলে কি এই রহস্যের উদ্ঘাটন করতে পারবে? তা জানতে পারা যাবে “৬০-এর পরে” মুক্তির পর.
এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অমিত শেঠী কে. এছাড়া অভিনয় করতে দেখা যাবে পিয়ালী, জয় সেনগুপ্ত, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা মৈত্র, জয় বদলানি, বরুণ দে , সিনচিতা সান্যাল , দেব মজুমদার , পুন্য দর্শান গুপ্তা সহ আরও অনেককে। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন মীনা শেঠী মন্ডল।