উর্মিমালার সাফল্যের পর ভিন্ন স্বাদের দুটি শর্ট ফিল্ম দর্শককে উপহার দিতে চলেছেন ভৌতিক মিনিসিরিজ খ্যাত পরিচালক ইন্দ্রনীল ব্যানার্জী. সম্প্রতি তার ছবি “উর্মিমালা” সাফল্য অর্জন করেছে. এরই মধ্যে তিনি তার দুটি শর্ট ফিল্ম “প্রতীক্ষা” এবং “নন্দন” এর শ্যুটিং শেষ করেছেন.
ইন্দ্রনীল ব্যানার্জীর প্রতিটি ছবি রিলিজ করেছে “আমাজন প্রাইম“, “MX প্লেয়ার“, ও বিভিন্ন নামী OTT প্লার্টফর্মে. কিন্তু এই দুটি শর্ট ফিল্ম পরিচালক তার ইউটিউব “ইউনিটি পিকচারস চ্যানেলে” মুক্তি পাবে. কারণ পরিচালকের কাছে তার অনেক দর্শক এই আবেদন রেখেছেন যে “তারা যেন পরিচালকের ছবি বিনা মূল্যে দেখতে পারেন” সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক ইন্দ্রনীল ব্যানার্জী. পরিচালক জানান এটা তার দর্শকদের জন্য পুজোর উপহার.
“প্রতীক্ষা” গল্পের প্রযোজক ও লেখক হলেন কেষ্ট মন্ডল. গল্পে দেখা যাবে দুই বন্ধু বিকাশ আর নন্দিতা অফিসের ফাঁকে প্রায়শই আড্ডা মারতে আসে একটি রেঁস্তোরায়। তাদের জীবনের সকল ঘটনা,সব গল্প তারা একে অপরের সাথে চা -এ চুমুক দিতে দিতে শেয়ার করে। হটাৎই বিকাশ দেখে এক ভদ্রলোক নন্দিতার দিকে তাকিয়ে আছে. সে নন্দিতাকে দেখায় আর নন্দিতাও তাকে দেখে হঠাৎই চমকে ওঠে। কেন চমকে ওঠলো নন্দিতা? কে সেই ভদ্রলোক? কি যোগাযোগ তার সাথে নন্দিতার ? এই সব কিছুর পিছনে রয়েছে এক ইন্টারেষ্টিং টুইস্ট। আর এই টুইস্ট এর খোলসা করতে হলে কিন্তু আপনাদের সকলকে দেখতে হবে পরিচালক ইন্দ্রালীল ব্যানার্জীর ছবি “প্রতীক্ষা”।
“নন্দন” ছবির গল্পটি গড়ে ওঠে এক পরিচালক ও তার ছেলে এবং এক অভিনেত্রী কে কেন্দ্র করে। নন্দনের সামনে দিয়ে ইন্দিরা একদিন হেটে যাচ্ছিলো এবং হঠাৎই তার চোখে পড়ে তার গুরু পরিচালক মলয়কে। মলয় কে দেখে ইন্দিরা চমকে ওঠে কারণ মলয় মানসিক বিকারগ্রস্থের মতন হাবভাব করে।ইন্দিরা তাকে ভুলিয়ে-ভালিয়ে একটা সাইডে এনে চা খাওয়ায় এবং তড়িঘড়ি তার ছেলে অর্থাৎ সাত্যকি কে ফোন করে। এরপরই গল্পে মোড় নেয়. শেষ পর্যন্ত কি হলো জানতে দেখতে হবে “নন্দন”.
এই দুটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে আশিস পাঠক, পিয়ালী ধর ও সত্যচরণ সর্দার.
এই দুটি গল্পের লেখক এবং প্রযোজক কেষ্ট মণ্ডল. ছবি দুটির সম্পাদনা করেছেন ইন্দ্রনীল ব্যানার্জী. এবং ছবিটির চিত্রগ্রাহকের দায়িত্বে রয়েছেন তুহিন দাশগুপ্ত।