হুলো আর মেনির প্রেম কখনো দেখেছেন? আর এ কিন্তু যেমন তেমন হুলো, যেমন তেমন মেনি নয় এরা সাক্ষাৎ মানুষ হুলো আর মানুষ মেনি। প্রচলিত প্রবাদ আছে ঝগড়া ছাড়া প্রেম নাকি চিনি ছাড়া চায়ের সমান। তেমনি প্রেম, ভালোবাসা, ঝগড়া, খুনসুটির গল্প নিয়ে আসছে “হুলো & মেনি“।
DEZINIAX STUDIOS –এর প্রযোজনায় খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে “হুলো & মেনি“। ইতি মধ্যেই গতকাল থেকে শুরু হয়ে গেছে ছবির শ্যুটিং।
এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে শুভম দত্ত ,স্বরলিপি ঘোষ এবং বিকাশ বাসু কে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পৃথ্বীশ দাশগুপ্ত, ছবির সংগীত পরিচালনা করেছেন রাজদীপ দাশগুপ্ত। DOP দায়িত্বে রয়েছেন সুশোভন চক্রবর্তী এবং মেকআপ এর দায়িত্বে রয়েছেন পর্ণা অধিকারী।
প্রেম মানেই বন্ধুত্ব, ভালো প্রেমিক বা প্রেমিকা হতে গেলে আগে ভালো বন্ধু হয়ে উঠতে হবে। ভালো বন্ধু থেকে কি করে ভালোবাসা যায় আর ভালোবাসা থেকে কি করে ভালো বন্ধু হয়ে উঠতে হয় এবার সেই গল্পই বলতে আসছে “হুলো & মেনি”।