এবার শহরতলী কলকাতায় ডেঙ্গির হানা, আক্রান্ত ২
করোনায় বিধ্বস্থ জনজীবন। এমনই এক ভয়াবহ পরিস্তিতির মধ্যে কলকাতায় নিঃশব্দে হানা দিল ডেঙ্গি। শহরে এক কিশোর এবং এক প্রৌঢ় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে।
এবার ডেঙ্গিতে আক্রান্ত বছর 13 এক কিশোরের বাড়ি বালিগঞ্জ এলাকায়। নানা সমস্যা দেখা দেওয়ায় সম্প্রতি তাকে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে নিয়ে যান তার পরিবারে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। প্রথমে নিয়মমাফিক করোনা টেস্ট করা হলেও পরে রিপোর্ট নেগেটিভ আসে। এর পরে রক্ত পরীক্ষা করা হলে তার শরীরে ডেঙ্গি ধরা পড়ে। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ওই কিশোরকে আইসিইউতে রাখা হয়I
অন্যদিকে, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মিডলটন স্ট্রিটের এক প্রৌঢ়ও। মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। জ্বর-নিয়ে পরিবারের সদস্যরা প্রৌঢ়কে হাসপাতালে ভর্তি করে। প্রথমে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসায় পরে ডেঙ্গি পরীক্ষা করা হয়। আর তখন ডেঙ্গি রিপোর্ট পজিটিভ ধরা পড়ে।
জমা জল নিয়ে সতর্ক না-হলে বিপদ ঘনাতে দেরি হবে না
ছোট পরিসরের জমা জলই মশার জন্য আদর্শ জন্মভূমি। মাঝেমধ্যে যা বৃষ্টি হচ্ছেI নতুন করে ছোট পরিসরে অনেক জায়গায় জল জমবে। ফলে মশার বাড়বাড়ন্ত বাড়বে।