Home রাজ্য করোনা আতঙ্ক কাটিয়ে ওঠার আগেই শহরতলী জুড়ে ডেঙ্গুর হানা। আতঙ্কিত কোলকাতাবাসী

করোনা আতঙ্ক কাটিয়ে ওঠার আগেই শহরতলী জুড়ে ডেঙ্গুর হানা। আতঙ্কিত কোলকাতাবাসী

এবার শহরতলী কলকাতায় ডেঙ্গির হানা, আক্রান্ত ২

করোনায় বিধ্বস্থ জনজীবন। এমনই এক ভয়াবহ পরিস্তিতির মধ্যে কলকাতায় নিঃশব্দে হানা দিল ডেঙ্গি। শহরে এক কিশোর এবং এক প্রৌঢ় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে।
এবার ডেঙ্গিতে আক্রান্ত বছর 13 এক কিশোরের বাড়ি বালিগঞ্জ এলাকায়।  নানা সমস্যা দেখা দেওয়ায় সম্প্রতি তাকে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে নিয়ে যান তার পরিবারে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। প্রথমে নিয়মমাফিক করোনা টেস্ট করা হলেও পরে রিপোর্ট নেগেটিভ আসে। এর পরে রক্ত পরীক্ষা করা হলে তার শরীরে ডেঙ্গি ধরা পড়ে। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ওই কিশোরকে আইসিইউতে রাখা হয়I
অন্যদিকে, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মিডলটন স্ট্রিটের এক প্রৌঢ়ও। মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। জ্বর-নিয়ে পরিবারের সদস্যরা প্রৌঢ়কে হাসপাতালে ভর্তি করে। প্রথমে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসায় পরে ডেঙ্গি পরীক্ষা করা হয়। আর তখন ডেঙ্গি রিপোর্ট পজিটিভ ধরা পড়ে।
জমা জল নিয়ে  সতর্ক না-হলে বিপদ ঘনাতে দেরি হবে না
ছোট পরিসরের জমা জলই মশার জন্য আদর্শ জন্মভূমি। মাঝেমধ্যে যা বৃষ্টি হচ্ছেI নতুন করে ছোট পরিসরে অনেক জায়গায় জল জমবে। ফলে মশার বাড়বাড়ন্ত বাড়বে।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...