Home সেলিব্রিটি এনসিবির অফিসে জিজ্ঞাসাবাদ শুরু দীপিকা পাড়ুকোনকে...

এনসিবির অফিসে জিজ্ঞাসাবাদ শুরু দীপিকা পাড়ুকোনকে…

বলিউডে মাদক যোগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাম উঠে আসার পর থেকেই বলিউডে শোরগোল শুরু হয়ে গেছিল।
শনিবার তদন্তে জিজ্ঞাসাবাদের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে সকালেই পৌঁছে গেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।সংবাদমাধ্যমকে কার্যত এড়িয়ে মুম্বইয়ে এনসিবি-র গেস্ট হাউজে একাই পৌঁছান অভিনেত্রী।

গুঞ্জন শোনা যাচ্ছিল যে অভিনেত্রীর প্যানিক অ্যাটাক এর কারণে আজ এনসিবির অফিসে স্বামী রণবীর সিং কে সাথে নিয়েই পৌঁছাবেন তিনি তবে আজ একাই তিনি গেছেন। কড়া নিরাপত্তায় ভেতরে নিয়ে যাওয়া হয় দীপিকাকে। এনসিবির ৫ অফিসারের টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে, যার নেতৃত্বে রয়েছেন কে পি এস মালহোত্রা। মহিলা অফিসাররাও উপস্থিত আছেনগতকাল মাদক যোগ তদন্তে অভিনেত্রীর ম্যানেজার করিশ্মাকে জিজ্ঞাসাবাদ করার পর এনসিবির আধিকারিকরা আজ পুনরায় তাকেও ডেকেছেন বলে জানা গেছে।

সংবাদমাধ্যম সূত্রে গতকাল উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হয় মাদক গ্রুপ,যে গ্রুপে রিয়া চক্রবর্তীর কথপোকথনের ছবি ভাইরাল হয়েছিল, এবং তাকে গ্রেফতারের পর মাদক কেন্দ্রিক একাধিক তথ্য এবং একাধিক বলিউড অভিনেত্রীর নাম জড়ায় সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নাকি দীপিকা পাড়ুকোনই। তিনি ছাড়াও ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা সেই গ্রুপের আরেক জন অ্যাডমিন। দীপিকার ম্যানেজার করিশ্মাও যুক্ত আছে ওই গ্রুপে।এসব ঘটনায় আরও অনেক নতুন তথ্য আজ পাওয়া যেতে পারে বলিউড অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের পর। কয়েকদিন আগে গোয়ায় শ্যুটিং করছিলেন দীপিকা পাড়ুকোন, তবে এনসিবির সমন পেয়ে শুটিং বাতিল করে তাকে ফিরে আসতে হয় মুম্বই।আজ জিজ্ঞাসাবাদের পূর্বে গতকাল স্বামী রণবীর সিংয়ের সাথে এবং আইনজীবীদের সঙ্গে দীর্ঘক্ষন আইনি পরামর্শ করেছেন রণবীর পত্নী, তবে আজ আরও কি কি নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, মাদক যোগে বলিউডের আরও কোনো নতুন নাম উঠে আসে কি না সকলে সেই অপেক্ষায়।

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো Milky Way Films দ্বারা প্রযোজিত ছবি “শব চরিত্র”-এর…

দেবাশিস সেন শর্মার পরিচালনায় এবং Milky Way Films এর প্রযোজনায় আসতে চলেছে নতুন ছবি "শব চরিত্র". ইতি মধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে. ছবিটি...

প্রকাশিত হলো লেখক রয় ফিনিক্সের প্রথম উপন্যাস অ্যালফাবেটিকা এক রূপক কাহিনী…

নতুন লেখক রয় ফিনিক্সের প্রথম উপন্যাস অ্যালফাবেটিকা এক রূপক কাহিনী। এই কাহিনী সমাজের যে ফাঁক ফোকর দিয়ে সংখ্যাগুরুর আধিপত্য মাথা তোলে, তার গল্প রয়...

শীঘ্রই মুক্তি পেতে চলেছে রৌনক ধরের পরিচালনায় ও উৎসরিক দাসগুপ্তর প্রযোজনার নতুন ছবি ‘সত্যায়ন’

সম্প্রতি মুক্তি পেয়েছে এআর এসএস এন্টারটেইনমেন্ট ও বক্স অফিস এর পরবর্তী ছবি 'সত্যায়ন' এর প্রমো এবং পোস্টার। রৌনক ধর এর পরিচালনায় ও উৎসরিক দাশগুপ্তর...

তৃষা’র কন্ঠে আসতে চলেছে দিব্য প্রীতম জুটির নতুন গান ‘একলা সারাদিন’…

প্রীতম দেবের সুরে ও গীতিকার দিব্যদ্যুতির লেখা গান "একলা সারাদিন" গাইলেন সঙ্গীতশিল্পী তৃষা চ্যাটার্জী। ২রা ডিসেম্বর সঙ্গীত পরিচালক প্রীতম দেবের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে...