শবদেহ সৎকার করতে গিয়ে বাধা পেলো পুলিশ। চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে
করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ কে সৎকার করতে গিয়ে স্থানীয় মানুষের বাধার মুখে পড়তে হয়েছে পুলিশ ও প্রশাসনকে। সেই ঘটনারই আবার পুনরাবৃত্তি এ বার মেদিনীপুর শহরে।
মেদিনীপুরে তাঁতীয়া গেরিয়ার এলাকার বাসিন্দাদের দাবি রাতের অন্ধকারে মৃতদেহ কবর দেওয়া হচ্ছে। এই ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বুধবার রাত দু’টো নাগাদ মেদিনীপুর পুরসভার জেসিবি মেশিন এনে মাটি খোঁড়ার কাজ শুরু হয়। শব্দ পেয়ে এলাকার কিছু মানুষ জড়ো হয়ে কাজ করতে বাধা দেন। তাঁরা বলেন, প্রতিবেশীদের দাবি রাতের অন্ধকারে করোনা আক্রান্ত ব্যাক্তিদের মৃতদেহ কবর দেওয়া হচ্ছে ওই এলাকায়। এর ফলে এলাকায় করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে। এই খবর ছড়াতেই এলাকার লোকজন প্রতিবাদ করে। পুলিশ ঘটনস্থলে এসে পৌঁছায় এবং ঘটনাটি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা যায়।
এলাকাবাসীর দাবি দিনের আলোয় এলাকার লোকজনকে জানিয়ে মৃতদেহ কবর দিক, রাতের অন্ধকারে কেনো?