গরম থেকে বাচতে শৈলশহরে এসেও গরম।হ্যা অবাক হলেও সত্যি ঘটনা দার্জিলিং এর তাপমাত্রা ঘোরাফেরা করছে 14 ডিগ্রীতে।পর্যটকেরা এসে গরম জামাকাপড় খুলে বের হচ্ছেন।কোন কোন হোটেলে আবার চলছে পাখাও।অবাক করার মতন ঘটনাই বটে।কেন এরকম আবহাওয়া? উত্তরবঙ্গের আবহাওয়া বিদরা জানিয়েছেন গোটা রাজ্যের প্রচণ্ড গরমের প্রভাব পড়েছে দার্জিলিং এতে।
তবে এটা ক্ষনস্থায়ী।আবার ঠান্ডা আসবে দার্জিলিং এ।তবে যাই হোক দার্জিলিং এর গরম বেশ উপভোগ করছেন পর্যটকেরা।কারন শৈলশহরের এই চেহারা তো খুব একটা দেখা যায় না।তাই যা পাওয়া যাচ্ছে তাই যথেষ্ট।
সূত্র :- কুশল দাশগুপ্ত, উত্তরবঙ্গ