Home ওয়েব সিরিজ মুক্তি পেলো DANNY DETECTIVE INC. এর অফিসিয়াল ট্রেলার...

মুক্তি পেলো DANNY DETECTIVE INC. এর অফিসিয়াল ট্রেলার…

KLIKK নিয়ে আসতে চলেছে আরো একটি ওয়েব সিরিজ. এই সিরিজের নাম DANNY DETECTIVE INC. এই সিরিজে গোয়েন্দা হলেন সুব্রত শর্মা. এই গোয়েন্দা সিরিজের মধ্যে রয়েছে একটি অভিনব টুইস্ট. সুব্রত একজন ক্রাইম রিপোর্টার হিসেবে শুরু করেন যিনি তার চাকরি হারান এবং শেষ পর্যন্ত একজন বয়স্ক, মদ্যপ গোয়েন্দার ড্যানি নামে একজন রান-ডাউন অফিসে গোয়েন্দা ড্যানি ইনকর্পোরেটেড সেক্রেটারি হিসাবে শেষ করেন।

ড্যানি একটি অপহরণ মামলায় কাজ করার সময় গুলিবিদ্ধ হন। মূলত সুব্রতর ওপর জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব এসে বর্তায় তাও এককথায় জোর করেই এই দায়িত্ব তাকে নিয়ে হয়. যখন তিনি জিজ্ঞাসাবাদ করেন তখন ড্যানি গভীর রাত পর্যন্ত হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে সুব্রতকে “সত্যিকারের গোয়েন্দা হওয়া” বিষয়ে বিবরণ দিতে থাকেন।
এরপর সুব্রতকে দেখা যায় ডুয়ার্সের পাদদেশে সত্য খোঁজার জন্য সংগ্রাম করতে. সেই বিস্তৃত বক্তৃতাগুলি প্রতিটি পর্বে সহজ হয়ে ওঠতে দেখা যাবে।


এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে “অঞ্জন দত্ত“, “সুপ্রভাত দাস“, “অঙ্কিতা চক্রবর্তী“, “বরুন চন্দ“, “সমদর্শী দত্ত“, “সুদীপা বসু” এবং “কৌশিক শীল“। এই ওয়েব সিরিজের সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছে “নীল দত্ত“. দীপাবলিতে রিলিস করছে DANNY DETECTIVE INC. আরো বিস্তৃতি জানতে চোখ রাখতে হবে KLIKK এ….

- Advertisment -

জনপ্রিয়

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া, সমাজের লক্ষ্মী’…

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া' সমাজের লক্ষ্মী’। কিন্তু এই ছবির সঙ্গে নির্ভয়া কাণ্ডের কোনো মিল নেই। একটি ১৩ বছরের মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার...

লোকগান ‘ঠাকুরজামাই’ মিউজিক ভিডিওতে অন্যরূপে দেখা মিললো স্বস্তিকা দত্তের….

ছোট পর্দা ও বড়ো পর্দার বেশ পরিচিত মুখ স্বস্তিকা দত্ত. কখনো রাধিকা রূপে কখনো ডালি রূপে আবার কখনো কবিতা রূপে দেখা মিলেছে তার. প্রথমবার...

Platform 8 OTT’ তে সদ্য রিলিজ হলো সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার ছবি “সর্ষেফুল”…

সম্প্রতি আকাশ বাংলার প্রস্তুতি প্লাটফর্ম 8 OTT তে সদ্য মুক্তি পেলো Roll Camera Action এর প্রযোজনায় নির্মিত, এবং সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার...

মুক্তি পেলো অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “শিউলি”…

এই পুজোয় মুক্তি পেলো জয় রায় এন্টারটেইনমেন্ট প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'শিউলি'। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার। পরিচালক তাদের এই স্বল্প দৈর্ঘ্যের...