পাক ক্রিকেট জগতে করোনার থাবা, জানাল পাক বোর্ড
রেহাই পেল না পাক ক্রিকেট শিবিরও। ফের করোনা থাবা বসাল তিন পাক ক্রিকেটারের উপর। সোমবার পাক বোর্ড রিপোর্ট ভিত্তিতে সঠিক ভাবে জানায়, পাকিস্তানের তিন পাক ক্রিকেটার, যথা – হায়দায় আলি, হ্যারিস ওউফ এবং শাদাব খানে দেহে মিলেছে করোনার উপস্থিতি। এদিন পিসিবি এর থেকে প্রাপ্ত নির্দশিকায় বলা হয়েছে, কোন লক্ষন ছাড়াই রাওয়ালপিন্ডিতে ক্রিকেট শিবিরে করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও একি বিবৃতি সামনে এনেছে।
পাক ক্রিকেট বোর্ডের থেকে জানানো হয়েছে তিন ক্রিকেটারকে আইসলেশনে রাখা হয়েছে। মেডিক্যাল বোর্ড তাদের সাথে আলোচনা করা হচ্ছে। তারা তিনজনই সেলফ করেন্টিনে আছে। অপর দিকে অন্য ২ জন ক্রিকেটার ইমাদ ওয়াসিন ও উসমান শিনওয়ারীকেও রাওয়ালপিন্ডিতে করোনা টেস্ট করানো হয়েছিল, যদিও তাদের রিপোর্ট নেগেটিভ আসে। তারা দুজনেই লন্ডনে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগামী ২৪ শে জুন লাহোরে পৌছাবেন।
ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে আরো অন্যান্য ক্রিকেটারদের করোনা টেস্ট করানো হয়েছে। আগামী মঙ্গলবার তাদের রিপোর্ট আসবে
তবে কিছু দিন আগে প্রাক্তন ওপেনার তৌমিক ওরফের দেহে করোনা পজিটিভ মিলেছিল। বর্তমানে অবশ্য তিনি স্থিতিশীল আছেন। অন্যদিকে দলের প্রাক্তন অধিনায়ক শহিদ আফ্রিদি করোনা আক্রান্ত।