Home দেশ ভারত করোনা মুক্ত হতে চলেছে শীগ্রহী। বাড়ছে করোনায় সুস্থতার হার

ভারত করোনা মুক্ত হতে চলেছে শীগ্রহী। বাড়ছে করোনায় সুস্থতার হার

india করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও করোনা থেকে সুস্থ হওয়ার হারও বাড়ছে, স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী
সোমবার ৫১.০৮ শতাংশ সুস্থ হয়েছিল যা মঙ্গলবার আরও বেড়ে হয়েছে ৫২.৪৭ শতাংশ। ২৪ ঘন্টায় ১০ হাজার ২১৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। ভারতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮০ হাজার ১২ জন।
বর্তমানে দেশে ১ লাখ ৫৩ হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত চিকিৎসাধীন। তবে
চিকিৎসায় যে আক্রান্তরা সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন সেকথা ৫২.৪৭ শতাংশ রোগীর সুস্থ হওয়ার পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে।
দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৯১, করোনা সংক্রমণে মৃতের মোট সংখ্যা ৯ হাজার ৯০০ জন।

ভারতে মোট ৫৯ লাখ ২১ হাজার ৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে এখনো পর্যন্ত। বর্তমানে যেভাবে করোনা বেড়ে চলেছে তাতে প্রতিদিন নমুনা পরীক্ষার সংখ্যা প্রায় তিন লাখ। গত ২৪ ঘণ্টাতে কোভিড ১৯ নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৩৫ জনের।
ভারতে ৬৫৯ টি সরকারি এবং ২৪৮ টি বেসরকারি, অর্থাৎ মোট ৯০৭ টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে, ব়্যাপিড টেস্ট চলছে কনটেনমেন্ট জোনগুলিতে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী আজ গত ২৪ ঘন্টায়, আজ সকাল আটটা পর্যন্ত নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১০,৬৬৭ জন। আইসোলেশনে আছেন প্রায় দেড় লাখ মানুষ।

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো ৮/১২- র, সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দিলেন সৌম্য ঋত…

৮/১২'র শুভ মহরত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরুন রায়, প্রযোজক কান সিং সোধা, অভিনেতা কিঞ্জল নন্দ, রেমো, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী ছাড়াও...

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ “অন্য ইলিশ ও চিংড়ি উৎসব”….

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে ২৫ শে জুলাই দুপুর ১২টায় আয়োজন করা হয়েছিল "অন্য ইলিশ ও চিংড়ি উৎসব". বরানগর, টেবিন রোড,...

এবার “চারেক্কে প্যাঁচ” নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত…

অবাক লাগছে না? হ্যাঁ সত্যি অবাক লাগার মতোই কথা. দম ফাটানো হাসির ছবি নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত. "এ.কে.Ray", "আনএথিক্যাল"- এর পর "চারেক্কে প্যাঁচ"...

প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রিতেশ দেশমুখ…

এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রীতেশ দেশমুখ। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টলিউড...