ডিসেম্বরের মধ্যেই আসতে চলেছে করোনার টিকা
অপেক্ষা আর মাত্র পাঁচমাসের, তার মধ্যেই আসতে চলেছে করোনার টিকা।
করোনা সংকটে ইতিবাচক খবর, ডিসেম্বরের মধ্যে আসতে চলেছে করোনার টিকা। ভ্যাকসিনের কাজ শেষ প্রায় ৯৮%, অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে ভারতে, সেই কারনে দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমতিও চাওয়া হয়েছে।
এরপর ডিসেম্বরের মধ্যে সেই টিকা আসবে বাজারে, আশাবাদী চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার।
সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে এই ভ্যাকসিনের ১০০ কোটি ডোজ তৈরী করা হবে এই বছরেই।
দীর্ঘ বেশ কয়েক ধরেই গোটা বিশ্ব জুড়ে করোনার দাপট বেড়ে চলেছে, লাগাতার বেড়ে চলেছে আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যা।
ভারতেও দ্রুত গতিতে বেড়ে চলেছে মৃত্যুর হার, এমন পরিস্থিতিতে যখন মানুষ আতঙ্কিত সেই সময় এমন একটি ইতিবাচক খবর সত্যি স্বস্তিদায়ক।