Home দেশ করোনা মহামারি রুখতে শুরু হলো নর বলি। যুবকের কাটা মুণ্ডু দিয়ে পুজো...

করোনা মহামারি রুখতে শুরু হলো নর বলি। যুবকের কাটা মুণ্ডু দিয়ে পুজো করল পুরোহিত

এক মন্দিরের মধ্যেই যুবককে বলি দেয় এক পুরোহিত, তারপর যুবকের কাটা মুন্ডুটি ভগবানের উদ্দেশ্যে উত্‍সর্গ করে করা হয় পুজো৷ পুরোহিতের বক্তব্য, এই পূজায় ভগবান তুষ্ট হবেন এবং করোনার মতো মহামারির হাত থেকে রক্ষা পাবে সমাজ ৷

ধুপগুড়ির করোনা দেবের পুজোর পর আরেক অশিক্ষার প্রমান দেয় এই ঘটনা। নরবলি এ এক নৃশংস ঘটনা! করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে গোটা বিশ্ব যখন বিজ্ঞানচর্চায় মগ্ন, ওষুধ ও ভ্যাকসিন তৈরিতে ব্যস্ত। চিকিত্‍সা বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করছেন ভ্যাকশিন তৈরির জন্য, তখন করোনা মহামারি রুখতে দেওয়া হল নরবলি! কটকে স্থানীয় এক যুবককে বলি দিয়ে তাঁর মুন্ডু উত্‍সর্গ করলো একটি মন্দিরের পুরোহিত৷ মন্দিরের মধ্যেই ওই যুবককে তিনি বলি দেন৷ তারপর তার কাটা মুন্ডুটি রেখে পুজো করেন৷ পুরোহিতের বক্তব্য, ভগবান তুষ্ট হলে করোনা মহামারি থেমে যাবে৷

বুধবার মধ্যরাতে এই ঘটনাটি ঘটে কটকের narasinghopur থানা এলাকায়৷ অভিযুক্ত পুরোহিতের নাম sonhari ojha৷ বয়স 72 বছর৷ একটি নামী মন্দিরের পূজারী তিনি৷ নরবলি দিয়ে সে তার পুজো শেষ করে, এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷

যুবকের নাম সরোজ কুমার। যুবকের বয়স 25 বছর। বলি হবার আগে ওনাদের মধ্যে চুক্তি হয়েছিল। পুরোহিতকে নাকি ভগবান স্বপ্ন দিয়েছিল নরবলি দিলে নাকি করোনা চলে যাবে। তাই তিনি নরবলি দিয়েছেন।

একটি কুড়ুল দিয়ে যুবকের ধর থেকে মাথা আলাদা করে দিয়েছিল ওই পূজারী৷ পুলিশ সেই কুড়ুলটি উদ্ধার করেছে৷ সরোজের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে দীর্ঘ দিন ধরেই বচসা ছিল মন্দিরের পুরোহিতের৷

ডিআইজি (সেন্ট্রাল রেঞ্জ) আশিস কুমার সিং জানিয়েছেন, ‘আসামী প্রচণ্ড মদ্যপ ছিল বলি দেওয়ার সময়৷ রাতে নরবলি দেওয়ার পর সকালে তার হুঁশ ফেরে, এবং তিনি নিজেই তারপর আত্মসমর্পণ করে৷’

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...