Home দেশ করোনা মহামারি রুখতে শুরু হলো নর বলি। যুবকের কাটা মুণ্ডু দিয়ে পুজো...

করোনা মহামারি রুখতে শুরু হলো নর বলি। যুবকের কাটা মুণ্ডু দিয়ে পুজো করল পুরোহিত

এক মন্দিরের মধ্যেই যুবককে বলি দেয় এক পুরোহিত, তারপর যুবকের কাটা মুন্ডুটি ভগবানের উদ্দেশ্যে উত্‍সর্গ করে করা হয় পুজো৷ পুরোহিতের বক্তব্য, এই পূজায় ভগবান তুষ্ট হবেন এবং করোনার মতো মহামারির হাত থেকে রক্ষা পাবে সমাজ ৷

ধুপগুড়ির করোনা দেবের পুজোর পর আরেক অশিক্ষার প্রমান দেয় এই ঘটনা। নরবলি এ এক নৃশংস ঘটনা! করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে গোটা বিশ্ব যখন বিজ্ঞানচর্চায় মগ্ন, ওষুধ ও ভ্যাকসিন তৈরিতে ব্যস্ত। চিকিত্‍সা বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করছেন ভ্যাকশিন তৈরির জন্য, তখন করোনা মহামারি রুখতে দেওয়া হল নরবলি! কটকে স্থানীয় এক যুবককে বলি দিয়ে তাঁর মুন্ডু উত্‍সর্গ করলো একটি মন্দিরের পুরোহিত৷ মন্দিরের মধ্যেই ওই যুবককে তিনি বলি দেন৷ তারপর তার কাটা মুন্ডুটি রেখে পুজো করেন৷ পুরোহিতের বক্তব্য, ভগবান তুষ্ট হলে করোনা মহামারি থেমে যাবে৷

বুধবার মধ্যরাতে এই ঘটনাটি ঘটে কটকের narasinghopur থানা এলাকায়৷ অভিযুক্ত পুরোহিতের নাম sonhari ojha৷ বয়স 72 বছর৷ একটি নামী মন্দিরের পূজারী তিনি৷ নরবলি দিয়ে সে তার পুজো শেষ করে, এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷

যুবকের নাম সরোজ কুমার। যুবকের বয়স 25 বছর। বলি হবার আগে ওনাদের মধ্যে চুক্তি হয়েছিল। পুরোহিতকে নাকি ভগবান স্বপ্ন দিয়েছিল নরবলি দিলে নাকি করোনা চলে যাবে। তাই তিনি নরবলি দিয়েছেন।

একটি কুড়ুল দিয়ে যুবকের ধর থেকে মাথা আলাদা করে দিয়েছিল ওই পূজারী৷ পুলিশ সেই কুড়ুলটি উদ্ধার করেছে৷ সরোজের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে দীর্ঘ দিন ধরেই বচসা ছিল মন্দিরের পুরোহিতের৷

ডিআইজি (সেন্ট্রাল রেঞ্জ) আশিস কুমার সিং জানিয়েছেন, ‘আসামী প্রচণ্ড মদ্যপ ছিল বলি দেওয়ার সময়৷ রাতে নরবলি দেওয়ার পর সকালে তার হুঁশ ফেরে, এবং তিনি নিজেই তারপর আত্মসমর্পণ করে৷’

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো ৮/১২- র, সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দিলেন সৌম্য ঋত…

৮/১২'র শুভ মহরত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরুন রায়, প্রযোজক কান সিং সোধা, অভিনেতা কিঞ্জল নন্দ, রেমো, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী ছাড়াও...

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ “অন্য ইলিশ ও চিংড়ি উৎসব”….

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে ২৫ শে জুলাই দুপুর ১২টায় আয়োজন করা হয়েছিল "অন্য ইলিশ ও চিংড়ি উৎসব". বরানগর, টেবিন রোড,...

এবার “চারেক্কে প্যাঁচ” নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত…

অবাক লাগছে না? হ্যাঁ সত্যি অবাক লাগার মতোই কথা. দম ফাটানো হাসির ছবি নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত. "এ.কে.Ray", "আনএথিক্যাল"- এর পর "চারেক্কে প্যাঁচ"...

প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রিতেশ দেশমুখ…

এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রীতেশ দেশমুখ। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টলিউড...