Home জেলার খবর সুখবর: হুগলিতে করোনার সংক্রমন নিম্নমুখী। একলাফে কমলো সংক্রমন 147 থেকে 29....

সুখবর: হুগলিতে করোনার সংক্রমন নিম্নমুখী। একলাফে কমলো সংক্রমন 147 থেকে 29….

নিয়ন্ত্রনে সংক্রমন, স্বস্তির শ্বাস হুগলীর

সাপ্তাহিক লকডাউন ও কনটেন্টমেন্ট জোনের সংখ‍্যা বৃদ্ধির ফলে সংক্রমন অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হয়েছে, প্রশাসন সুত্রে খবর। গত ২৫ শে জুলাই থেকে ৫ ই আগস্ট অবধি সাপ্তাহিক লকডাউন ও কনটেন্টমেন্ট জোনের সংখ‍্যা বাড়ানোয় জেলার চারটি মহকুমায় করোনা প্রতিরোধ সম্ভব হয়েছে। ২৫ শে জুলাইয়ের আগে আক্রান্ত সংখ‍্যা ছিল ১৭৪ কিন্তু কনটেন্টমেন্ট জোন জারি করার পর সেই সংখ‍্যা নেমে দাড়িয়েছে ২৯ এ।

শ্রীরামপুর মহকুমায় পুরসভার মোট ৯ টি ও পঞ্চায়েতের মোট ৩ টি সব মিলিয়ে ১২ টি এলাকাকে কনটেন্টমেন্ট জোনের আওতায় আনা হয়েছিল। গত ২৫ শে জুলাইয়ের আগে এই এলাকাগুলি মিলে ৮১ জন আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সাপ্তাহিক লকডাউন জারির পর তা ১৯ এ নেমে দাড়িয়েছে। অর্থাৎ করোনা সংক্রমনে রাশ টানা সম্ভব হয়েছে তা ষ্পষ্ট‍্য।

অন‍্যদিকে চন্দননগরে সংক্রমন বাড়ায় উদ্বিগ্ন প্রশাসন। তার উপরে ডেপুটি ম‍্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের করোনা আক্রান্ত হয়ে মৃত‍্যুর ফলে টনক নড়ে প্রশাসনের। আর এরপরই পুরসভা ও পঞ্চায়েত মিলে ৭ টি এলাকা কনটেন্টমেন্ট জোন জারি হয়। গত জুলাই মাসে আক্রান্ত সংখ‍্যা ছিল ৭০। কিন্তু কনটেন্টমেন্ট জোনের সংখ‍্যা ৭ থেকে ১২ করতেই সেই সংখ‍্যা নেমে দাড়াল ৭ এ।
চুচুড়া সদর ও আরামবাগকে প্রথমে কন্টেন্টমেন্ট জোনের আওতায় ছিল না। পরে তা কনটেন্টমেন্ট জোন ঘোষনা করলে চুচুড়ায় আক্রান্ত সংখ‍্যা ১৩ থেকে ৩ এ ও আরামবাগে সংখ‍্যাটা ৯ থেকে ১ এ নেমে দাড়ায়।

জেলাশাসক রত্নাকর রাও এ প্রসঙ্গে বলেন, ” প্রথম থেকে করোনা মোকাবিলা চেষ্টা করেছে প্রশাসন। কিন্তু পরে শ্রমিক স্পেশাল ট্রেনে পরিযায়ী শ্রমিকরা আসলেই বাড়ে সংক্রমনের হার। এরপর স্থানীয় স্তরে কনটেন্টমেন্ট জোন ঘোষনা করে মোট আক্রান্ত সংখ‍্যা কোভিড ড‍্যাশবোর্ডে রাখতেই দেখা যায় কনটেন্টমেন্ট জোন বাড়ানোয় আক্রান্ত সংখ‍্যা অনেকটা কমানো সম্ভব হয়েছে যা নিঃসন্দেহে আশাব‍্যঞ্জক।”

- Advertisment -

জনপ্রিয়

মুক্তি পেলো অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “শিউলি”…

এই পুজোয় মুক্তি পেলো জয় রায় এন্টারটেইনমেন্ট প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'শিউলি'। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার। পরিচালক তাদের এই স্বল্প দৈর্ঘ্যের...

কলকাতা শহরের গল্প নিয়ে আসছে পাভেল এর নতুন ছবি “কলকাতা চলন্তিকা”…

কলকাতা শহরের গল্প নিয়ে আসতে চলেছে পাভেল পরিচালিত নতুন ছবি "কলকাতা চলন্তিকা"। এর আগে পাভেল পরিচালিত 'বাবার নাম গান্ধীজী', 'রসগোল্লা', 'অসুর'-এর মতো ছবি সিনেমাপ্রেমীদের মন...

লাল চোখে কুটিল হাসি “রাবণ” অবতারে ছবি পোস্ট করে চমকে দিলেন অভিনেতা জিৎ…

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে বিনোদন জগৎ। এই দুৃর্গাপুজোতে মুক্তি পেয়েছে জিৎ-এর দক্ষিণী ছবি ‘নান্নাকু প্রেমাথু’র অফিশিয়াল রিমেক ‘বাজি’। এই ছবিতে জিতের বিপরীতে অভিনয়...

মুক্তি পেলো Asheq Manzur প্রযোজিত এবং Arup Sengupta পরিচালিত মিউজিক ভিডিও “অনুভবে” টিজার…

3p প্রোডাকশনের পক্ষ থেকে এবং Arup Sengupta-র পরিচালনায় ২০ অক্টোবর মুক্তি পেতে চলেছে "অনুভবে" মিউজিক ভিডিওটি. সম্প্রতি মুক্তি পেলো "অনুভবে" মিউজিক ভিডিওটির টিজার. বাংলাদেশ...