Home সোশাল মিডিয়া "নিজের ধর্ম ধর্ম অন্য ধর্মের বেলা খিল্লি" সোশ্যাল মিডিয়ায় মীরের পোস্ট...

“নিজের ধর্ম ধর্ম অন্য ধর্মের বেলা খিল্লি” সোশ্যাল মিডিয়ায় মীরের পোস্ট নিয়ে বিতর্ক…

সম্প্রতি মীরের কিছু পোস্টকে কেন্দ্র করে বিতর্ক ছড়ায় সোশ্যাল মিডিয়ায় যেখানে
মীরের পোস্ট দেখে অনেকেরই মন্তব্য মীর নিজের ধর্মকে তো শ্রদ্ধা জানাচ্ছে কিন্তু অপরের ধর্মে শ্রদ্ধা না জানিয়ে অপর ধর্মকে নিয়ে ঠাট্টা করছে। যে কারণে অনেকেই মীরাক্কেল বয়কটের ও ডাক তোলেন।জনপ্রিয় কৌতুকশিল্পী মীর আফসার আলীর বিরুদ্ধে বিতর্কের সুত্রপাত তার দুটি সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে। দুর্গাপুজোর সময়ে মীর আফসার আলী তার ফেসবুকে একটি পোস্ট করেন অষ্টমীর দিন এবং নবমীর দিন। এবং আরেকটি পোস্টে নবী দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন মীর। শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা ছবি দুটির একটিতে শুভ মহা অষ্ট-মীর শুভেচ্ছা জানিয়ে মজার ইমোজি দেওয়ার পাশে বিদ্যাবালনের এক অদ্ভুত ছবিও শেয়ার করেন। অনেকেই সেই ছবিতে হাসির রিয়াক্ট দেন৷ শুধু অষ্টমীর সেই পোস্টই নয় ষষ্ঠী, সপ্তমী, নবমী,দশমী নিয়েও মীর আফসার আলীর করা পোস্ট খিল্লি উদ্দেশ্য নিয়ে করা বলে মন্তব্য অনেকের। অপরদিকে নবী দিবসের শুভেচ্ছা জানিয়ে মীর আফসার আলী যে পোস্ট করেছেন তা খুব সাধারণ, তাতে কোনো খিল্লি নেই। এই নিয়েই বিতর্ক শুরু হয়ে যায়, যে কারণে নেটিজেনদের একাংশ মীরের অনুষ্ঠান বয়কট করার ডাক তোলেন। সোশ্যাল মিডিয়ায় এক ইউজার মীরের পোস্টে কমেন্ট করেন দুই ধর্মীয় উৎসবে দুই ধরনের শুভেচ্ছাবার্তা দিয়েছেন মীর, নিজের ধর্মে সিরিয়াস আর অন্য ধর্মে খিল্লির পর খিল্লি। এর পরেও যাদের লজ্জা নেই তারা মুগ্ধ হয়ে এর অনুষ্ঠান দেখবে, শুনবে।
আরেক জন ইউজার মীরের সমালোচনা করে জানিয়েছেন ,এতকিছুর পরেও কেন মীরের হাতে বাটি ধরানো হবে না কারণটা লিখে যান।
আবার একজন সেই পোস্টের কমেন্টে জানিয়েছেন বিদ্যা বালনের জায়গায় যদি মা দুর্গার ছবি পোস্ট করা হত তাহলেও
পোস্টটি অনেক লাইক কমেন্ট পেত। অষ্টমীর সকালে এমন পোস্ট দেখে বিরক্ত হওয়ার কথাও বলেন অনেকে।
তবে মীরের এমন পোস্ট দেখে বেজায় ক্ষুব্ধ হন সোশ্যাল মিডিয়ার অনেকেই।

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো ৮/১২- র, সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দিলেন সৌম্য ঋত…

৮/১২'র শুভ মহরত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরুন রায়, প্রযোজক কান সিং সোধা, অভিনেতা কিঞ্জল নন্দ, রেমো, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী ছাড়াও...

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ “অন্য ইলিশ ও চিংড়ি উৎসব”….

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে ২৫ শে জুলাই দুপুর ১২টায় আয়োজন করা হয়েছিল "অন্য ইলিশ ও চিংড়ি উৎসব". বরানগর, টেবিন রোড,...

এবার “চারেক্কে প্যাঁচ” নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত…

অবাক লাগছে না? হ্যাঁ সত্যি অবাক লাগার মতোই কথা. দম ফাটানো হাসির ছবি নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত. "এ.কে.Ray", "আনএথিক্যাল"- এর পর "চারেক্কে প্যাঁচ"...

প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রিতেশ দেশমুখ…

এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রীতেশ দেশমুখ। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টলিউড...