Home বিনোদন বিতর্ক তুঙ্গে 'পান্ডব গোয়েন্দা' সিরিজের ধারাবাহিক নিয়ে

বিতর্ক তুঙ্গে ‘পান্ডব গোয়েন্দা’ সিরিজের ধারাবাহিক নিয়ে

*বিতর্ক তুঙ্গে ‘পান্ডব গোয়েন্দা’ সিরিজের ধারাবাহিক নিয়ে*

বেশ কয়েকদিন ধরেই একটি একটি বাংলা চ্যানেলে বাঙ্গালীদের মনের মনিকোঠায় ভালোবাসায় সমৃদ্ধ নস্টালজিক ‘পান্ডব গোয়েন্দা’ সিরিজের আসন্ন ধারাবাহিকের ট্রেলার মুক্তি পাওয়ার পরেই শুরু হয় গন্ডগোল, বিতর্ক ।

বাঙালির আবেগ অনুভূতি জড়িয়ে আছে ‘পান্ডব গোয়েন্দা’ সিরিজের সঙ্গে। ১৯৮১ সালে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে আমাদের প্রথম পরিচয় হয় হাওড়ার বাসিন্দা পাঁচটি স্কুল-পড়ুয়া বাবলু, বিলু, ভোম্বল, বাচ্চু আর বিচ্চু এবং তাদের পোষ্য কানা কুকুর পঞ্চুর সাথে, এদের নিয়েই গড়ে উঠেছে পাণ্ডব গোয়েন্দার দল। রহস্যের সন্ধানে ধীরে ধীরে তাঁরা পাড়ি দেয় ভারতের বিভিন্ন রাজ্যে , তিরিশ টিরও বেশি বই প্রকাশিত হয়েছে তাদের নিয়ে।
এই ধারাবাহিক নিয়ে কিন্তু
পাণ্ডব গোয়েন্দার স্রষ্টার ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের আগ্রহ বিশেষ ছিল না বলেই জানা গেছে।

আসন্ন ধারাবাহিকে বাবলুর ভূমিকায় অভিনয় করছেন রব দে, বিলুর ভূমিকায় ঋষভ চক্রবর্তী, ভোম্বলের চরিত্রে ময়ূখ চ্যাটার্জি। বাচ্চুর ভূমিকায় অনুমিতা দত্ত এবং বিচ্চুর ভূমিকায় শ্রীতমা মিত্র। সকলেই অভিনয় জগতে নতুন মুখ।

তবে এই ধারাবাহিক নিয়ে বির্তকের শুরু ট্রেলারে বাবলু আর বাচ্চুর মধ্যে চোখে চোখে প্রেমজ আভাস দেখানোয় , এবং তার সঙ্গে নতুন বাংলা গান “প্রাণ দিতে চাই, মন দিতে চাই…”। ব্যাপারটি একেবারেই মানতে পারছেন না বেশিরভাগ দর্শক।

স্বয়ং লেখক জানিয়েছেন পাণ্ডব গোয়েন্দারা যখন অ্যাডাল্ট হয়েছে, তখন তাদের জীবনে রোমান্স এসেছে কিন্তু তারা নিজেরা ভাই বোনের মতো, সেখানে ধারাবাহিকের এমন ইঙ্গিত তিনি মেনে নিতে পারছেন না, তিনি হতাশ।
দর্শকের কষ্টের আরেকটি বড় কারন ট্রেলারে পাণ্ডব গোয়েন্দাদের ছোটবেলা বাদ দেওয়া হয়েছে ,
ধারাবাহিকের শুরু পাণ্ডব গোয়েন্দাদের যৌবনের কাহিনি দিয়ে৷ ছোটোবেলার সেই স্কুল-পড়ুয়া এই বাহিনীর অভিযানগুলি না দেখানোয় তা এক ধাক্কা দর্শকদের কাছে।

নতুন এই ধারাবাহিক দর্শকের কাছে কতটা প্রিয় হবে সেটা পরবর্তীতেই বোঝা যাবে।

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো ৮/১২- র, সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দিলেন সৌম্য ঋত…

৮/১২'র শুভ মহরত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরুন রায়, প্রযোজক কান সিং সোধা, অভিনেতা কিঞ্জল নন্দ, রেমো, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী ছাড়াও...

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ “অন্য ইলিশ ও চিংড়ি উৎসব”….

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে ২৫ শে জুলাই দুপুর ১২টায় আয়োজন করা হয়েছিল "অন্য ইলিশ ও চিংড়ি উৎসব". বরানগর, টেবিন রোড,...

এবার “চারেক্কে প্যাঁচ” নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত…

অবাক লাগছে না? হ্যাঁ সত্যি অবাক লাগার মতোই কথা. দম ফাটানো হাসির ছবি নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত. "এ.কে.Ray", "আনএথিক্যাল"- এর পর "চারেক্কে প্যাঁচ"...

প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রিতেশ দেশমুখ…

এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রীতেশ দেশমুখ। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টলিউড...