রেশন নেওয়ার জন্য বাধ্যতামূলক রেশনের সাথে আধার কার্ডের লিঙ্ক।
কেন্দ্রীয় সরকার অনেক দিন আগেই জানিয়েছে শুরু করতে হবে রেশনের সাথে আধার লিঙ্ক প্রক্রিয়া।
কেন্দ্রীয় সরকার নির্দেশ অনুযায়ী আধার ও রেশনের লিঙ্ক এর সময়সীমা বাড়িয়ে সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত করা হয়েছে।
জেনে নিন কিভাবে আধার ও রেশনের সংযুক্তিকরণ করবেন।
কেন্দ্রীয় সরকারের ইচ্ছা অনুযায়ী আগামী ৩০ শে জুনের মধ্যে হতে চলেছে এক দেশ এক রেশন ব্যাবস্থা চালু। সেই কারণেই যাদের এখনও রেশন ও আধারের লিঙ্ক হয়নি তারা ৩০শে সেপ্টেম্বরের মধ্যে সংযুক্তিকরণের কাজ করতে পারবেন।
তবে আধার নম্বর না থাকলে উপভোক্তাকে রেশন দেওয়া থেকে বঞ্চিত করা যাবেনা বলেই জানিয়েছে খাদ্য ও গণবন্টন মন্ত্রক।
অনলাইনে কী ভাবে রেশন কার্ডের সাথে যুক্ত করবেন আধার নম্বর জেনে নিন।
এরজন্য প্রথমেই লগ ইন করতে হবে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট, যা হল https://uidai.gov.in/
এর পর ’স্টার্ট নাও’ অপশনে ক্লিক করে ঠিকানার বিস্তারিত বিবরণ দিতে হবে।
তারপর ‘বেনিফিট টাইপ’-এ রেশন কার্ড অপশনটি বেছে নিতে হবে, এরপর প্রকল্পের নাম সিলেক্ট করতে হবে, যা হবে রেশন কার্ড, তারপর রেশন কার্ডের নম্বর, আধার নম্বর, ই-মেল এবং মোবাইল নম্বর দেওয়ার পর সেই মোবাইল নম্বরে একটি
ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) আসবে।
এরপর সেই ওটিপি দিয়ে দিলেই সম্পূর্ণ হয়ে যাবে এই প্রক্রিয়া। এবং ফোনে আসবে একটি নোটিফিকেশন।
আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক কি না যাচাই করার পর রেশন কার্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবে আধার নম্বর।
অফলাইনেও এই সংযুক্তিকরণ সম্ভব। জেনে নিন কিভাবে –
অফলাইনে সংযুক্তিকরণ করতে চাইলে আপনার এবং পরিবারের প্রত্যেকের আধার কার্ডের জেরক্স দরকার। এরপর পরিবারের কর্তার পাসপোর্ট সাইজ ফোটো ও রেশন কার্ড প্রয়োজন । এবং যেসব উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার নম্বরের সাথে সংযুক্ত নেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স জমা দিতে হবে।
এবার আধার নম্বরের সাথে এই সমস্ত নথি জমা দিলে আধার কার্ডে উল্লিখিত মোবাইল নম্বরটিতে একটি এসএমএস যাবে। তারপর আধার নম্বরের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ সম্পূর্ণ করলে পুনরায় একটি এসএমএস পাবেন।