Home রাজ্য ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে....

ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে….

জনপ্রিয় কবির বিরুদ্ধে ছাত্রীকে হেনস্তার অভিযোগ

জনপ্রিয় এক কবির বিরুদ্ধে অভিযোগ উঠল ছাত্রীকে হেনস্তা করার।
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবির
বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ এনে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি মেইল পাঠানো হয়েছে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই অধ্যাপকের সাহিত্যচর্চায় ও বেশ খ্যাতি আছে।

একাধিক মহিলার সঙ্গে এই অধ্যাপকের অবৈধ সম্পর্কের কথা উঠে আসে যার মধ্যে অনেকেই সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কখনো তাদের ফাস্ট ক্লাস পাইয়ে দেবার নামে তো কখনো পি এইচ ডি, নানা কৌশলে সে হেনস্তা করতো ছাত্রীদের, পর্ন ফিল্ম দেখিয়ে সেই শারীরিক সম্পর্ক স্থাপন করতেও বাধ্য করত ছাত্রীদের তাতে অসম্মতি দেখালে হোয়াটসঅ্যাপে অনবরত মেসেজ পাঠিয়ে যেত তাকে, হুমকি দিত আত্মহত্যার, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। অভিযোগকারিণীর সঙ্গে কথপোকথনের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে, ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ যেখানে সংশ্লিষ্ট অধ্যাপক, তার স্ত্রী,এবং ওই ছাত্রী কথপোকথন শোনা যাচ্ছে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই অডিও ক্লিপ মেইল করে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে ওই অডিও ক্লিপে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক এক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন এবং সেই নিয়ে ঝামেলা শোনা যাচ্ছে, ওই অধ্যাপক বিবাহিত এবং তার এক মেয়েও আছে, এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়েরও অসম্মান হবে বলে আশঙ্কা অনেকেরই।
যদি ওই ঘটনা সত্যি হয় তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জিও জানানো হয়েছে, যাতে দিনের পর দিন ঘটে চলা এমন অন্যায়ের অবসান হয়।

ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে অন্য এক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেছেন – বর্ধমানের এমএ, এমফিল, পিএইচডিতে ভরতির ক্ষেত্রে ওই অধ্যাপকের প্রভাব অনেক, তার আদেশেই সব কিছু হয়।

- Advertisment -

জনপ্রিয়

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড”…

নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা তারকাদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড" অনুষ্ঠান। সম্প্রতি ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর আয়োজনে লিজান প্রেসেন্ট “ময়ূরপঙ্খী স্টার...

এবার ‘একান্নবর্তী’ পরিবারের গল্প নিয়ে আসছে পরিচালক মৈনাক ভৌমিক….

SVF প্রযোজনায় এবং মৈনাক ভৌমিকের পরিচালনায় আসতে চলেছে 'একান্নবর্তী' ৫১ নয়, এক অন্ন নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি পারিবারিক গল্প। এর আগে মৈনাক ভৌমিকের...

‘যকের ধন’, ‘অলিনগরের গোলকধাঁধা’ ‘ব্যোমকেশ’-র পর সায়ন্তন ঘোষালের নতুন থ্রিলার সিরিজ “ইন্দু”

বর্তমানে বাংলা ছবির জগতে থ্রিলারের রমরমা বেশ কিছু বছর ধরেই চলছে। আর যিনি এই থ্রিলার ছবির ধারাকে বজায় রেখেছেন তিনি পরিচালক সায়ন্তন ঘোষাল। এর...

শীঘ্রই আসতে চলেছে কৌন ভাটিয়ার এটিই প্রথম ছবি ‘নাপাক’….

পরিচালক কৌন ভাটিয়ার প্রথম ছবি ‘নাপাক’ নিয়ে আসছে যুদ্ধ থেকে ফেরার গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে 'নাপাক' এর অফিশিয়াল পোস্টার। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে...