Home রাজ্য ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে....

ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে….

জনপ্রিয় কবির বিরুদ্ধে ছাত্রীকে হেনস্তার অভিযোগ

জনপ্রিয় এক কবির বিরুদ্ধে অভিযোগ উঠল ছাত্রীকে হেনস্তা করার।
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবির
বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ এনে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি মেইল পাঠানো হয়েছে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই অধ্যাপকের সাহিত্যচর্চায় ও বেশ খ্যাতি আছে।

একাধিক মহিলার সঙ্গে এই অধ্যাপকের অবৈধ সম্পর্কের কথা উঠে আসে যার মধ্যে অনেকেই সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কখনো তাদের ফাস্ট ক্লাস পাইয়ে দেবার নামে তো কখনো পি এইচ ডি, নানা কৌশলে সে হেনস্তা করতো ছাত্রীদের, পর্ন ফিল্ম দেখিয়ে সেই শারীরিক সম্পর্ক স্থাপন করতেও বাধ্য করত ছাত্রীদের তাতে অসম্মতি দেখালে হোয়াটসঅ্যাপে অনবরত মেসেজ পাঠিয়ে যেত তাকে, হুমকি দিত আত্মহত্যার, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। অভিযোগকারিণীর সঙ্গে কথপোকথনের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে, ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ যেখানে সংশ্লিষ্ট অধ্যাপক, তার স্ত্রী,এবং ওই ছাত্রী কথপোকথন শোনা যাচ্ছে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই অডিও ক্লিপ মেইল করে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে ওই অডিও ক্লিপে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক এক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন এবং সেই নিয়ে ঝামেলা শোনা যাচ্ছে, ওই অধ্যাপক বিবাহিত এবং তার এক মেয়েও আছে, এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়েরও অসম্মান হবে বলে আশঙ্কা অনেকেরই।
যদি ওই ঘটনা সত্যি হয় তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জিও জানানো হয়েছে, যাতে দিনের পর দিন ঘটে চলা এমন অন্যায়ের অবসান হয়।

ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে অন্য এক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেছেন – বর্ধমানের এমএ, এমফিল, পিএইচডিতে ভরতির ক্ষেত্রে ওই অধ্যাপকের প্রভাব অনেক, তার আদেশেই সব কিছু হয়।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...