চোখের গুরুত্ব সকলেই জানেন, তবুও অনেক সময় চোখে সমস্যা হলেও অনেকেই ডাক্তার দেখান না, বা চশমার প্রয়োজন হলেও কিনতে পারেন না চশমা। বিনামূল্য চক্ষু পরীক্ষার পর যাদের চশমার প্রয়োজন সেই সমস্ত মানুষকে চশমা প্রদান করার
প্রশংসনীয় উদ্যোগ নিল শেওড়াফুলি নগরের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। দুর্গা পুজোর আগেই বহুত্ববাদের ১৪ নম্বর ওয়ার্ডের চাপদানিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়েছিল স্বয়মসেবক সংঘের কর্মীদের পক্ষ থেকে। প্রায় ১২০ জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়।
যার মধ্যে ৯৩ জনের চশমা দরকার ছিল। মঙ্গলবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ এ চশমা প্রদান কর্মসূচিতে ওই ৯৩ জনকে চশমা বিতরণ করা হয়েছে।
চশমা দানের পাশাপাশি স্বয়ংসেবক সংঘের কর্মীরা এদিন এলাকার মানুষদের বিজয়ার শুভেচ্ছা জানান।
চশমা প্রদান কর্মসূচী ভীষণ ভালো পদক্ষেপ বলে জানিয়েছেন এলাকাবাসী, স্বয়ংসেবক সংঘের এই উদ্যোগে খুশি এলাকাবাসী।
বৈদ্যবাটিতে প্রশংসনীয় উদ্যোগ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংস্থার…
- Advertisment -