Home দেশ ৬ হাজার বছর পর আসছে ধুমকেতুI কখন দেখা যাবে এই ধূমকেতু? আসুন...

৬ হাজার বছর পর আসছে ধুমকেতুI কখন দেখা যাবে এই ধূমকেতু? আসুন জেনে নি…

৬ হাজার বছর পর আসছে ধুমকেতু নিওওয়াইস, সুর্যাস্তের পর দেখা যাবে উত্তর পশ্চিম আকাশে

এর আগে ১৯৯৭ সালে পশ্চিমবঙ্গ ও কলকাতার আশপাশে থেকে দেখা গিয়েছিল হেলবোপ ধুমকেতুকে। অবশ‍্য এরপরও বেশ কিছু ধুমকেতার দেখা মিলেছিল দুরবীন দিয়ে। কিন্তু এবার ধুমকেতু নিওওয়াইসকে খালি চোখেই দেখা যাবে।

তবে এটা একদিনের ঘটনা নয়, প্রায় দীর্ঘ ২০ দিন ধরে সুর্যাস্তের পর উত্তর পশ্চিম আকাশে দেখা মিলবে ধুমকেতুটির।

এ বিষয়ে বিড়লা তারামন্ডলের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারী সংবাদমাধ্যমকে জানান,” গত ২৭ শে মার্চ ধুমকেতুটি আবিষ্কার হয়েছিল। সুর্যকে একবার চক্কর মেরে পৃথিবীর খুব কাছে এসে পড়েছে ধুমকেতুটি। তবে এটি খুব উজ্জ্বল। খালি চোখেই দেখা যাচ্ছিল। গত ১ ই জুলাই থেকে সুর্যোদয়ের আগে উত্তর পুর্ব আকাশে দেখা মিলেছিল এটির। তবে এবার ১৭ ই জুলাই থেকে উত্তর পশ্চিম আকাশে সুর্যাস্তের পরে দেখা যাবে। টানা ২০ দিন ধরে প্রায় একই স্থানে দেখা যাবে ২০ মিনিট ধরে।”

তবে নিওওয়াইস পৃথিবীর খুব কাছে আসবে ২২ শে জুলাই। সেদিন পৃথিবী থেকে এর দুরত্ব হবে প্রায় ১০ কোটি ৩৫ লক্ষ কিলোমিটার। সুর্যাস্তের পর উত্তর পশ্চিম আকাশে প্রায় ১০ – ১৫° কোনে দেখা যাবে ধুমকেতুটিকে। এ বিষয়ে দেবীপ্রসাদ বাবু জানিয়েছেন,এর আগে ১৯৯৭ সালে পশ্চিমবঙ্গ ও কলকাতার আশপাশে থেকে দেখা গিয়েছিল হেলবোপ ধুমকেতুকে। অবশ‍্য এরপরও বেশ কিছু ধুমকেতার দেখা মিলেছিল দুরবীন দিয়ে। কিন্তু এবার ধুমকেতু নিওওয়াইসকে খালি চোখেই দেখা যাবে।

প্রকৃতপক্ষে ধুমকেতু সৌরজগতের বাসিন্দা। সৌরজগতের যেখানে তাপমাত্রা খুব কম সেখানেই এদের বাস। এখানে বড় বড় বরফের চাঙর যেমন, জলীয় বাষ্পের বরফ, মিথেনের বরফ, কার্বন ডাই অক্সাইডের বরফ ঘুরে বেড়ায়। সুর্যের আকর্ষনে এরা যখন সুর্যের অনেকটা কাছাকাছি চলে আসে তখন সুর্যের তাপে গলে গিয়ে লক্ষ কোটি কিলোমিটার লম্বা ঝাটার মত লেজ সৃষ্টি করে। তবে হিসেব অনুযায়ী এরপর প্রায় ৬৭৬৬ বছর পর এই নিওওয়াইস পুনরায় দৃশ‍্যমান হবে।

- Advertisment -

জনপ্রিয়

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া, সমাজের লক্ষ্মী’…

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া' সমাজের লক্ষ্মী’। কিন্তু এই ছবির সঙ্গে নির্ভয়া কাণ্ডের কোনো মিল নেই। একটি ১৩ বছরের মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার...

লোকগান ‘ঠাকুরজামাই’ মিউজিক ভিডিওতে অন্যরূপে দেখা মিললো স্বস্তিকা দত্তের….

ছোট পর্দা ও বড়ো পর্দার বেশ পরিচিত মুখ স্বস্তিকা দত্ত. কখনো রাধিকা রূপে কখনো ডালি রূপে আবার কখনো কবিতা রূপে দেখা মিলেছে তার. প্রথমবার...

Platform 8 OTT’ তে সদ্য রিলিজ হলো সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার ছবি “সর্ষেফুল”…

সম্প্রতি আকাশ বাংলার প্রস্তুতি প্লাটফর্ম 8 OTT তে সদ্য মুক্তি পেলো Roll Camera Action এর প্রযোজনায় নির্মিত, এবং সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার...

মুক্তি পেলো অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “শিউলি”…

এই পুজোয় মুক্তি পেলো জয় রায় এন্টারটেইনমেন্ট প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'শিউলি'। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার। পরিচালক তাদের এই স্বল্প দৈর্ঘ্যের...