Home দেশ ৬ হাজার বছর পর আসছে ধুমকেতুI কখন দেখা যাবে এই ধূমকেতু? আসুন...

৬ হাজার বছর পর আসছে ধুমকেতুI কখন দেখা যাবে এই ধূমকেতু? আসুন জেনে নি…

৬ হাজার বছর পর আসছে ধুমকেতু নিওওয়াইস, সুর্যাস্তের পর দেখা যাবে উত্তর পশ্চিম আকাশে

এর আগে ১৯৯৭ সালে পশ্চিমবঙ্গ ও কলকাতার আশপাশে থেকে দেখা গিয়েছিল হেলবোপ ধুমকেতুকে। অবশ‍্য এরপরও বেশ কিছু ধুমকেতার দেখা মিলেছিল দুরবীন দিয়ে। কিন্তু এবার ধুমকেতু নিওওয়াইসকে খালি চোখেই দেখা যাবে।

তবে এটা একদিনের ঘটনা নয়, প্রায় দীর্ঘ ২০ দিন ধরে সুর্যাস্তের পর উত্তর পশ্চিম আকাশে দেখা মিলবে ধুমকেতুটির।

এ বিষয়ে বিড়লা তারামন্ডলের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারী সংবাদমাধ্যমকে জানান,” গত ২৭ শে মার্চ ধুমকেতুটি আবিষ্কার হয়েছিল। সুর্যকে একবার চক্কর মেরে পৃথিবীর খুব কাছে এসে পড়েছে ধুমকেতুটি। তবে এটি খুব উজ্জ্বল। খালি চোখেই দেখা যাচ্ছিল। গত ১ ই জুলাই থেকে সুর্যোদয়ের আগে উত্তর পুর্ব আকাশে দেখা মিলেছিল এটির। তবে এবার ১৭ ই জুলাই থেকে উত্তর পশ্চিম আকাশে সুর্যাস্তের পরে দেখা যাবে। টানা ২০ দিন ধরে প্রায় একই স্থানে দেখা যাবে ২০ মিনিট ধরে।”

তবে নিওওয়াইস পৃথিবীর খুব কাছে আসবে ২২ শে জুলাই। সেদিন পৃথিবী থেকে এর দুরত্ব হবে প্রায় ১০ কোটি ৩৫ লক্ষ কিলোমিটার। সুর্যাস্তের পর উত্তর পশ্চিম আকাশে প্রায় ১০ – ১৫° কোনে দেখা যাবে ধুমকেতুটিকে। এ বিষয়ে দেবীপ্রসাদ বাবু জানিয়েছেন,এর আগে ১৯৯৭ সালে পশ্চিমবঙ্গ ও কলকাতার আশপাশে থেকে দেখা গিয়েছিল হেলবোপ ধুমকেতুকে। অবশ‍্য এরপরও বেশ কিছু ধুমকেতার দেখা মিলেছিল দুরবীন দিয়ে। কিন্তু এবার ধুমকেতু নিওওয়াইসকে খালি চোখেই দেখা যাবে।

প্রকৃতপক্ষে ধুমকেতু সৌরজগতের বাসিন্দা। সৌরজগতের যেখানে তাপমাত্রা খুব কম সেখানেই এদের বাস। এখানে বড় বড় বরফের চাঙর যেমন, জলীয় বাষ্পের বরফ, মিথেনের বরফ, কার্বন ডাই অক্সাইডের বরফ ঘুরে বেড়ায়। সুর্যের আকর্ষনে এরা যখন সুর্যের অনেকটা কাছাকাছি চলে আসে তখন সুর্যের তাপে গলে গিয়ে লক্ষ কোটি কিলোমিটার লম্বা ঝাটার মত লেজ সৃষ্টি করে। তবে হিসেব অনুযায়ী এরপর প্রায় ৬৭৬৬ বছর পর এই নিওওয়াইস পুনরায় দৃশ‍্যমান হবে।

- Advertisment -

জনপ্রিয়

চোরাই বাইক সহ গ্রেপ্তার দুই অভিযুক্ত

শিলিগুড়ি সহ আশেপাশের এলাকা গুলিতে বড় গাড়ি পাচারের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে বাইক পাচার চক্র । অভিযানে নেমে তিনটি চুরির বাইক সহ দুই...

জেলা প্রশাসনের উদ্যোগে চা বাগানে সখী মেলা

মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে অঙ্গণওয়াড়ি কর্মীদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হল একদিনের সখী মেলা । এদিনের এই মেলার উধবোধন...

হঠাৎ করে গরম দার্জিলিং এ, অবাক এবং হতাশ পর্যটকেরা

গরম থেকে বাচতে শৈলশহরে এসেও গরম।হ্যা অবাক হলেও সত্যি ঘটনা দার্জিলিং এর তাপমাত্রা ঘোরাফেরা করছে 14 ডিগ্রীতে।পর্যটকেরা এসে গরম জামাকাপড় খুলে বের হচ্ছেন।কোন কোন...

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...