Home দেশ ৬ হাজার বছর পর আসছে ধুমকেতুI কখন দেখা যাবে এই ধূমকেতু? আসুন...

৬ হাজার বছর পর আসছে ধুমকেতুI কখন দেখা যাবে এই ধূমকেতু? আসুন জেনে নি…

৬ হাজার বছর পর আসছে ধুমকেতু নিওওয়াইস, সুর্যাস্তের পর দেখা যাবে উত্তর পশ্চিম আকাশে

এর আগে ১৯৯৭ সালে পশ্চিমবঙ্গ ও কলকাতার আশপাশে থেকে দেখা গিয়েছিল হেলবোপ ধুমকেতুকে। অবশ‍্য এরপরও বেশ কিছু ধুমকেতার দেখা মিলেছিল দুরবীন দিয়ে। কিন্তু এবার ধুমকেতু নিওওয়াইসকে খালি চোখেই দেখা যাবে।

তবে এটা একদিনের ঘটনা নয়, প্রায় দীর্ঘ ২০ দিন ধরে সুর্যাস্তের পর উত্তর পশ্চিম আকাশে দেখা মিলবে ধুমকেতুটির।

এ বিষয়ে বিড়লা তারামন্ডলের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারী সংবাদমাধ্যমকে জানান,” গত ২৭ শে মার্চ ধুমকেতুটি আবিষ্কার হয়েছিল। সুর্যকে একবার চক্কর মেরে পৃথিবীর খুব কাছে এসে পড়েছে ধুমকেতুটি। তবে এটি খুব উজ্জ্বল। খালি চোখেই দেখা যাচ্ছিল। গত ১ ই জুলাই থেকে সুর্যোদয়ের আগে উত্তর পুর্ব আকাশে দেখা মিলেছিল এটির। তবে এবার ১৭ ই জুলাই থেকে উত্তর পশ্চিম আকাশে সুর্যাস্তের পরে দেখা যাবে। টানা ২০ দিন ধরে প্রায় একই স্থানে দেখা যাবে ২০ মিনিট ধরে।”

তবে নিওওয়াইস পৃথিবীর খুব কাছে আসবে ২২ শে জুলাই। সেদিন পৃথিবী থেকে এর দুরত্ব হবে প্রায় ১০ কোটি ৩৫ লক্ষ কিলোমিটার। সুর্যাস্তের পর উত্তর পশ্চিম আকাশে প্রায় ১০ – ১৫° কোনে দেখা যাবে ধুমকেতুটিকে। এ বিষয়ে দেবীপ্রসাদ বাবু জানিয়েছেন,এর আগে ১৯৯৭ সালে পশ্চিমবঙ্গ ও কলকাতার আশপাশে থেকে দেখা গিয়েছিল হেলবোপ ধুমকেতুকে। অবশ‍্য এরপরও বেশ কিছু ধুমকেতার দেখা মিলেছিল দুরবীন দিয়ে। কিন্তু এবার ধুমকেতু নিওওয়াইসকে খালি চোখেই দেখা যাবে।

প্রকৃতপক্ষে ধুমকেতু সৌরজগতের বাসিন্দা। সৌরজগতের যেখানে তাপমাত্রা খুব কম সেখানেই এদের বাস। এখানে বড় বড় বরফের চাঙর যেমন, জলীয় বাষ্পের বরফ, মিথেনের বরফ, কার্বন ডাই অক্সাইডের বরফ ঘুরে বেড়ায়। সুর্যের আকর্ষনে এরা যখন সুর্যের অনেকটা কাছাকাছি চলে আসে তখন সুর্যের তাপে গলে গিয়ে লক্ষ কোটি কিলোমিটার লম্বা ঝাটার মত লেজ সৃষ্টি করে। তবে হিসেব অনুযায়ী এরপর প্রায় ৬৭৬৬ বছর পর এই নিওওয়াইস পুনরায় দৃশ‍্যমান হবে।

- Advertisment -

জনপ্রিয়

Flixbug এর পক্ষ থেকে মহৎ উদ্যোগ! জানালেন দেব চক্রবর্তী…

চারিদিকের পরিস্থিতি বেশ উদ্বেগ জনক। করোনা অতিমারীর ভয় গ্রাস করেছে মানুষকে। এই ভয়াবহ পরিস্থিতির শিকার সর্ব স্তরের মানুষ। এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে দেখা...

এ.কে.Ray তৈরীর পেছনেও রয়েছে কিছু কাহিনী! জানালেন অরূপ, সুপ্রতীম…

সম্প্রতি ABO Ptrika কে দেওয়া সাক্ষাৎকারে অরূপ জানান তার প্রথম শর্ট ফিল্ম এ.কে.Ray খুব শীঘ্রই ফিল্ম ফেস্টিভ্যাল এবং OTT প্লার্টফর্ম এ মুক্তি পেতে চলেছে।...

কাকদ্বীপে অসহায় মানুষদের হাতে ত্রান তুলে দিলেন “বং গাই”(কিরণ দত্ত)…

মানুষের মনোরঞ্জনের মাধ্যম সিরিয়াল, সিনেমার পাশাপাশি ইউটিউবও বিনোদনের অনেকখানি জায়গা দখল করে রেখেছে. এখন ইউটিউব চ্যানেল গুলোর রমরমা যথেষ্ট বেড়েছে.বাংলার তেমনই এক ইউটিউবার হলো...

সেফ হোম খোলার পর, যীশু সেনগুপ্তের উদ্যোগে ত্রান পৌছালো সুন্দরবনের মানুষের কাছে…

এই করোনা পরিস্তিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন অনেক তারকাই. তার মধ্যে অভিনেতা যীশু সেনগুপ্ত একজন. করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য আগেই উদ্যোগ নিয়েছেন যীশু. এবার...