Home অজানা তথ্য মাত্র একটি এলাচ, লবঙ্গ ও এক টাকার কয়েনের মাধ্যমে অর্থ উপার্জনের সহজ...

মাত্র একটি এলাচ, লবঙ্গ ও এক টাকার কয়েনের মাধ্যমে অর্থ উপার্জনের সহজ উপায়…

আয় বৃদ্ধির সহজ টোটকা জেনে নিন

আমরা সকলেই চাই স্বাচ্ছন্দ্যে থাকতে আর সেই জন্য টাকার ভীষণই প্রয়োজন।
তাই আমরা সবসময় পরিশ্রম করি যাতে বেশি অর্থ উপার্জন করা যায়। অনেকেই কম পরিশ্রম করে আয় করে অনেক বেশি কিন্তু অনেকের ক্ষেত্রেই এমনও হয় যে অনেক পরিশ্রম করার পরও তেমন আয় হয় না। চেষ্টা করেও সঞ্চয় হয় না, অর্থ সংকট লেগেই থাকে।

এরকম সমস্যার পেছনে একটি বড় কারণ হল গ্রহের খারাপ প্রভাব, গ্রহের দোষ থাকলে আবার ভাগ্যে না থাকলেও অর্থ উপার্জনে বাঁধা আসে। তবে খুব সহজেই কিছু উপায়ে বেশি আয় করা যেতে পারে।

এরকম একটি টোটকার মূল উপাদান হল – একটি এলাচ, লবঙ্গ ও এক টাকার কয়েন।
তবে এই উপায়টি প্রয়োগ করতে গেলে মানতে হবে কিছু নিয়ম।

কাজটি যে কোনও দিনই করা গেলেও সবচেয়ে ভালো ফল পেতে গেলে বৃহস্পতি বা শুক্রবার লক্ষ্মীদেবীর সামনে জ্বালাতে হবে ঘিয়ের প্রদীপ।
তার পর লক্ষ্মীদেবীর সামনে রাখতে হবে একটি এলাচ, লবঙ্গ ও কয়েন। তারপর বিধি মেনে মা লক্ষ্মীর পুজো দিয়ে ডান হাতে এলাচ, লবঙ্গ ও কয়েনটি নিয়ে একটি মন্ত্র জপ করতে হবে ১০৮ বার। মন্ত্রটি হল –
মন্ত্র: ওম মহালক্ষ্মীয়ে নমঃ।

তবে লক্ষ্য রাখতে হবে ক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ অযথা বিরক্ত না করে বা ডাকাডাকি না করে ।
এলাচ ও লবঙ্গটি নির্বাচন করার সময় দেখে নেবেন এলাচ ও লবঙ্গটি যেন গোটা থাকে, ভাঙা হলে কাজে দেবে না। তাই নিখুঁত দেখে এলাচ ও লবঙ্গ নেবেন ।
কাজটি করবেন সন্ধ্যাবেলা
শুদ্ধ বস্ত্র পরে।

পুজো শেষে এলাচ, লবঙ্গ ও কয়েনটি একটি কাপড়ের মধ্যে রেখে টাকা রাখার স্থানে রেখে দিলেই সম্পূর্ণ হবে নিয়ম।

- Advertisment -

জনপ্রিয়

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড”…

নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা তারকাদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড" অনুষ্ঠান। সম্প্রতি ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর আয়োজনে লিজান প্রেসেন্ট “ময়ূরপঙ্খী স্টার...

এবার ‘একান্নবর্তী’ পরিবারের গল্প নিয়ে আসছে পরিচালক মৈনাক ভৌমিক….

SVF প্রযোজনায় এবং মৈনাক ভৌমিকের পরিচালনায় আসতে চলেছে 'একান্নবর্তী' ৫১ নয়, এক অন্ন নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি পারিবারিক গল্প। এর আগে মৈনাক ভৌমিকের...

‘যকের ধন’, ‘অলিনগরের গোলকধাঁধা’ ‘ব্যোমকেশ’-র পর সায়ন্তন ঘোষালের নতুন থ্রিলার সিরিজ “ইন্দু”

বর্তমানে বাংলা ছবির জগতে থ্রিলারের রমরমা বেশ কিছু বছর ধরেই চলছে। আর যিনি এই থ্রিলার ছবির ধারাকে বজায় রেখেছেন তিনি পরিচালক সায়ন্তন ঘোষাল। এর...

শীঘ্রই আসতে চলেছে কৌন ভাটিয়ার এটিই প্রথম ছবি ‘নাপাক’….

পরিচালক কৌন ভাটিয়ার প্রথম ছবি ‘নাপাক’ নিয়ে আসছে যুদ্ধ থেকে ফেরার গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে 'নাপাক' এর অফিশিয়াল পোস্টার। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে...