Home অজানা তথ্য মাত্র একটি এলাচ, লবঙ্গ ও এক টাকার কয়েনের মাধ্যমে অর্থ উপার্জনের সহজ...

মাত্র একটি এলাচ, লবঙ্গ ও এক টাকার কয়েনের মাধ্যমে অর্থ উপার্জনের সহজ উপায়…

আয় বৃদ্ধির সহজ টোটকা জেনে নিন

আমরা সকলেই চাই স্বাচ্ছন্দ্যে থাকতে আর সেই জন্য টাকার ভীষণই প্রয়োজন।
তাই আমরা সবসময় পরিশ্রম করি যাতে বেশি অর্থ উপার্জন করা যায়। অনেকেই কম পরিশ্রম করে আয় করে অনেক বেশি কিন্তু অনেকের ক্ষেত্রেই এমনও হয় যে অনেক পরিশ্রম করার পরও তেমন আয় হয় না। চেষ্টা করেও সঞ্চয় হয় না, অর্থ সংকট লেগেই থাকে।

এরকম সমস্যার পেছনে একটি বড় কারণ হল গ্রহের খারাপ প্রভাব, গ্রহের দোষ থাকলে আবার ভাগ্যে না থাকলেও অর্থ উপার্জনে বাঁধা আসে। তবে খুব সহজেই কিছু উপায়ে বেশি আয় করা যেতে পারে।

এরকম একটি টোটকার মূল উপাদান হল – একটি এলাচ, লবঙ্গ ও এক টাকার কয়েন।
তবে এই উপায়টি প্রয়োগ করতে গেলে মানতে হবে কিছু নিয়ম।

কাজটি যে কোনও দিনই করা গেলেও সবচেয়ে ভালো ফল পেতে গেলে বৃহস্পতি বা শুক্রবার লক্ষ্মীদেবীর সামনে জ্বালাতে হবে ঘিয়ের প্রদীপ।
তার পর লক্ষ্মীদেবীর সামনে রাখতে হবে একটি এলাচ, লবঙ্গ ও কয়েন। তারপর বিধি মেনে মা লক্ষ্মীর পুজো দিয়ে ডান হাতে এলাচ, লবঙ্গ ও কয়েনটি নিয়ে একটি মন্ত্র জপ করতে হবে ১০৮ বার। মন্ত্রটি হল –
মন্ত্র: ওম মহালক্ষ্মীয়ে নমঃ।

তবে লক্ষ্য রাখতে হবে ক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ অযথা বিরক্ত না করে বা ডাকাডাকি না করে ।
এলাচ ও লবঙ্গটি নির্বাচন করার সময় দেখে নেবেন এলাচ ও লবঙ্গটি যেন গোটা থাকে, ভাঙা হলে কাজে দেবে না। তাই নিখুঁত দেখে এলাচ ও লবঙ্গ নেবেন ।
কাজটি করবেন সন্ধ্যাবেলা
শুদ্ধ বস্ত্র পরে।

পুজো শেষে এলাচ, লবঙ্গ ও কয়েনটি একটি কাপড়ের মধ্যে রেখে টাকা রাখার স্থানে রেখে দিলেই সম্পূর্ণ হবে নিয়ম।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...