আয় বৃদ্ধির সহজ টোটকা জেনে নিন
আমরা সকলেই চাই স্বাচ্ছন্দ্যে থাকতে আর সেই জন্য টাকার ভীষণই প্রয়োজন।
তাই আমরা সবসময় পরিশ্রম করি যাতে বেশি অর্থ উপার্জন করা যায়। অনেকেই কম পরিশ্রম করে আয় করে অনেক বেশি কিন্তু অনেকের ক্ষেত্রেই এমনও হয় যে অনেক পরিশ্রম করার পরও তেমন আয় হয় না। চেষ্টা করেও সঞ্চয় হয় না, অর্থ সংকট লেগেই থাকে।
এরকম সমস্যার পেছনে একটি বড় কারণ হল গ্রহের খারাপ প্রভাব, গ্রহের দোষ থাকলে আবার ভাগ্যে না থাকলেও অর্থ উপার্জনে বাঁধা আসে। তবে খুব সহজেই কিছু উপায়ে বেশি আয় করা যেতে পারে।
এরকম একটি টোটকার মূল উপাদান হল – একটি এলাচ, লবঙ্গ ও এক টাকার কয়েন।
তবে এই উপায়টি প্রয়োগ করতে গেলে মানতে হবে কিছু নিয়ম।
কাজটি যে কোনও দিনই করা গেলেও সবচেয়ে ভালো ফল পেতে গেলে বৃহস্পতি বা শুক্রবার লক্ষ্মীদেবীর সামনে জ্বালাতে হবে ঘিয়ের প্রদীপ।
তার পর লক্ষ্মীদেবীর সামনে রাখতে হবে একটি এলাচ, লবঙ্গ ও কয়েন। তারপর বিধি মেনে মা লক্ষ্মীর পুজো দিয়ে ডান হাতে এলাচ, লবঙ্গ ও কয়েনটি নিয়ে একটি মন্ত্র জপ করতে হবে ১০৮ বার। মন্ত্রটি হল –
মন্ত্র: ওম মহালক্ষ্মীয়ে নমঃ।
তবে লক্ষ্য রাখতে হবে ক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ অযথা বিরক্ত না করে বা ডাকাডাকি না করে ।
এলাচ ও লবঙ্গটি নির্বাচন করার সময় দেখে নেবেন এলাচ ও লবঙ্গটি যেন গোটা থাকে, ভাঙা হলে কাজে দেবে না। তাই নিখুঁত দেখে এলাচ ও লবঙ্গ নেবেন ।
কাজটি করবেন সন্ধ্যাবেলা
শুদ্ধ বস্ত্র পরে।
পুজো শেষে এলাচ, লবঙ্গ ও কয়েনটি একটি কাপড়ের মধ্যে রেখে টাকা রাখার স্থানে রেখে দিলেই সম্পূর্ণ হবে নিয়ম।