ভবঘুরে চিন্টু পড়েনা মাস্ক,মানে না সতর্কতা, তার কাছে হার মানে করোনাও
ভবঘুরে চিন্টু, শ্রীরামপুরের বাসিন্দা। এক নামে সবাই চেনে, দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ায় রাস্তার এদিক সেদিক, কেউ ভাত দিলে খায়, নইলে চা, কখনো বিস্কুট, কখনো বা মুড়ি খেয়ে কাটিয়ে দেয় দিন।
বিশ্বজুড়ে করোনার দাপটে যখন সারা দেশ আতঙ্কিত, মাস্ক, স্যানিটাইজার ও নানারকম সতর্কতায় করোনার হাত থেকে বাঁচতে মরিয়া সেই সময় চিন্টুর মুখে নেই মাস্ক, সে ভয়ার্ত নয় কারণ তাঁর জীবনে মৃত্যুভয় নেই, সে তাই ভয় পায় না করোনাকে, করোনাও কিন্তু কাছে আসতে পারেনি তার। কারণ দীর্ঘদিন ধরে যার বসবাস রাস্তার ধারে, ফেলা দেওয়া খাওয়ার খেয়ে যার জীবন চলছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আর পাঁচটা মানুষের তুলনায়।
কনকনে শীত হোক বা প্রখর গরম খালি খায়ে থাকে চিন্টু, কোমড়ে শুধু একটুকরো কাপড় জড়িয়ে।কোনওদিন কোনো খারাপ ব্যাধি স্পর্শ করতে পারেনি তাকে।
মাঝেমধ্যে তার দিদি রীতা চক্রবর্তী এসে তাকে খাইয়ে দেয়, স্নান করিয়ে দেয়, মা বাবা মারা যাওয়ার পর দিদিই তার একমাত্র কাছের মানুষ। ভগবানের আশির্বাদে এভাবেই দিব্যি বেঁচে আছে চিন্টু,কোনো ভয়, কোনো শঙ্কা ছাড়াই খোলা আকাশের নীচে রাস্তায় কাটিয়ে দিচ্ছে একটার পর একটা রাত ।