ক্রেতাদের নজর কাড়তে পাঁঠার মাংসের সঙ্গে মুরগির মাংস ফ্রি দিচ্ছেন বিক্রেতা
চাউমিন – চিলিচিকেন, রাইস – মাঞ্চুরিয়ান এধরনের কম্বো অফার আমরা প্রায়ই দেখে থাকি, কিন্তু পাঁঠার মাংসের সঙ্গে মুরগির কম্বো বেশ অন্যরকম, ক্রেতা বাড়াতে অভিনব এক কম্বো অফার দিল হুগলির রিষড়ায় জিটি রোডের ধারের একটি মাংসের দোকানে। যেখানে এক কেজি পাঁঠার মাংস কিনলে তার সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে চারশো গ্রাম মুরগির মাংস।
করোনা মহামারীর তীব্রতায় ব্যবসায়ীদের বাজার মন্দা, হোটেল রেস্তোরাঁ গুলি প্রায় জনশূন্য, সেইভাবে হচ্ছে না অনুষ্ঠানও, আগের তুলনায় অনেকটাই বিক্রি কমেছে পাঠার মাংসের কিন্তু বেড়ে গেছে স্টক, এই অবস্থায় ক্রেতার নজর কাড়তে জুগনু কুরেশি নামে এক মাংস ব্যবসায়ী শুরু করলেন এই অফার যেখানে এক কেজি পাঁঠার মাংস কিনলে বিনামূল্যে পাওয়া যাচ্ছে চারশো গ্রাম মুরগী।
লকডাউনের কারণ স্টক প্রচুর হওয়ায় তারাও কমে পাচ্ছেন তাই বিক্রিও করছেন কম দামে। দুদিন হল তিনি এই অফার চালু করেছেন বলে জানিয়েছেন তিনি ।
রিষড়ায় বেশিরভাগ দোকানে যেখানে পাঁঠার মাংসের কেজি সাড়ে ছশো টাকা সেখানে চারশো টাকায় পাঁঠার সঙ্গে মুরগি পেয়ে খুশি ক্রেতারা।