Home জেলার খবর শেওড়াফুলিতে মানুষের মধ্যে সচেতনতাকে পুনর্জাগরিত করতে পথে নেমেছে চেতনা

শেওড়াফুলিতে মানুষের মধ্যে সচেতনতাকে পুনর্জাগরিত করতে পথে নেমেছে চেতনা

সচেতনতা বাড়াতে পথে নামলো চেতনা

কোরোনা মহামারীর কবলে পরে চেনা পৃথিবীটাও আজ কেমন অচেনা হয়ে উঠেছে। এর মধ্যেই বাংলার মানুষের চাপটা আরও একটু বাড়িয়ে তুলেছিলো আমফান। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। বিগত মাস তিন চারেক গৃহ বন্দি হয়ে থাকতে হয়েছে মানুষকে। তার ফলে ভেঙে পরেছে মানুষের অর্থনৈতিক অবস্থা, সংসার চালানো হয়ে পরেছে মুশকিল। মানুষের এই দুরবস্থার কথা ভেবে রাজ্য সরকার এই লকডাউনকে একটু শিথিল করার নির্দেশ দেন, পাশপাশি সচেতনতা বজায় রাখার কথাও বলেন। কিন্তু মানুষ এতদিন গৃহবন্দি হয়ে থাকার পর যখনই একটু খোলা আকাশ দেখার সুযোগ পেলো, ব্যাস….
সচেতনতা শিকেই তুলে কোরোনা’র কথা ভুলে ঠিক আগের মতই সাধারণ জীবন যাপন শুরু করে দিয়েছে। বেশিরভাগ মানুষকেই দেখা যাচ্ছে সামাজিক দুরত্ব বজায় না রেখেই বিনা মাস্কে দিব্যি ঘুরে বেড়াতে। তাই মানুষকে এই বিপদের দিনে মানুষকে সচেতন করতে শেওড়াফুলি অঞ্চলে পথ প্রচারে নেমেছে স্বেচ্চাসেবী সংগঠন “চেতনা”।
শুধু তাই নয় মানুষের দৃষ্টি আকর্ষণ করতে তারা সাথে নিয়ে বেড়িয়েছেন জ্বলজ্যান্ত কোরোনা ভাইরাস কেই। অবাক হলেন? তাহলে দেখে নিন চেতনা’র প্রতিষ্ঠাতা নীলাদ্রি দে মহাশয়ের পাশে দাড়িয়ে থাকা আস্ত কোরোনা ভাইরাস সাজা মানুষটিকে নিচের ছবিতে।


চেতনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নিলাদ্রি দে আমাদের জানান যে মানুষকে সচেতন করতেই তাদের এই উদ্যোগ। মানুষকে সচেতন করার পাশাপাশি তারা মাস্ক ও তুলে দেন বহু মানুষের হাতে। তিনি আরও জানান শুধু শেওড়াফুলি নয় আমাদের রাজ্যের বিভিন্ন অঞ্চলে তারা তাদের এই সচেতনতা অভিজান চালাবেন আগামী দিনে।

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো ৮/১২- র, সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দিলেন সৌম্য ঋত…

৮/১২'র শুভ মহরত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরুন রায়, প্রযোজক কান সিং সোধা, অভিনেতা কিঞ্জল নন্দ, রেমো, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী ছাড়াও...

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ “অন্য ইলিশ ও চিংড়ি উৎসব”….

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে ২৫ শে জুলাই দুপুর ১২টায় আয়োজন করা হয়েছিল "অন্য ইলিশ ও চিংড়ি উৎসব". বরানগর, টেবিন রোড,...

এবার “চারেক্কে প্যাঁচ” নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত…

অবাক লাগছে না? হ্যাঁ সত্যি অবাক লাগার মতোই কথা. দম ফাটানো হাসির ছবি নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত. "এ.কে.Ray", "আনএথিক্যাল"- এর পর "চারেক্কে প্যাঁচ"...

প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রিতেশ দেশমুখ…

এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রীতেশ দেশমুখ। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টলিউড...