Home বিনোদন শুধু বিনোদন নয়, বিপদে মানুষের পাশে দাঁড়াতেও এগিয়ে বাংলার তারকারা

শুধু বিনোদন নয়, বিপদে মানুষের পাশে দাঁড়াতেও এগিয়ে বাংলার তারকারা

কোরোনা মহামারীর কবলে বেশ কয়েক মাস যাবত ভেঙে পরেছে অর্থনীতি। তার উপর আঘাতের উপর আঘাত রূপে হানা দিয়েছে আম্ফান নামক ঘূর্ণি ঝড়। যার কবলে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা। লকডাউনের কারণে যে মানুষকে ভাবতে হচ্ছিলো কাল কি খাবো, তার আজ থাকার শেষ সম্বল টুকুও কেড়ে নিয়েছে প্রকৃতির এই পরিহাস।
কিন্তু লকডাউনে যেমন আর্ত দের ঘরে খাবার বা আমফানে বিপর্যস্ত দের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে আমাদের রাজ্য সরকার ও অন্যান্য বেসরকারি স্ংস্থা তেমনিই সেই দীন বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে পীছুপা না হয়ে এগিয়ে এসেছে এই বাংলার বিনোদন জগতের তারকারা। মানুষের দুঃখে বারবার কেঁদে উঠেছে তাদের মন।
সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, অভিনেতা রুদ্রনীল ঘোষ, চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জী, অভিনেতা যীশু সেনগুপ্ত, চলচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত বিনোদ ভাল্লা, দেবালয় ভট্টাচর্য্য, মহেন্দ্র সনির তত্ত্বাবধানে ও অন্যান্য শিল্পীদের সহযোগিতায় আমফান ঝড়ে বিপর্যস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তারা এগিয়ে এসেছেন। নিজদের সামর্থ্য মত দান করেই তারা থেমে থাকেন নি। তারা সেই সব আর্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাহায্যের হাত বাড়াতে আহ্বান জানিয়েছেন তাদের ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে তাদের বন্ধু ও ভক্তদের কাছে।

সাউন্ড ইঞ্জিনিয়ার অমিত চ্যাটার্জি ও সঙ্গীত শিল্পী ঈক্সিতা মুখার্জী জানিয়েছেন যে তারা সকলেই এখানে নিজেদের সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়েছেন এবং তিনি সকল মানুষের কাছে এই আর্জি রাখেন তারাও যেনো নিজের সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দেন।

যারা যারা নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান আমফানে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে তারা নিম্নে দেওয়া details এর মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।

vinod-valla-bank-account

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো Milky Way Films দ্বারা প্রযোজিত ছবি “শব চরিত্র”-এর…

দেবাশিস সেন শর্মার পরিচালনায় এবং Milky Way Films এর প্রযোজনায় আসতে চলেছে নতুন ছবি "শব চরিত্র". ইতি মধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে. ছবিটি...

প্রকাশিত হলো লেখক রয় ফিনিক্সের প্রথম উপন্যাস অ্যালফাবেটিকা এক রূপক কাহিনী…

নতুন লেখক রয় ফিনিক্সের প্রথম উপন্যাস অ্যালফাবেটিকা এক রূপক কাহিনী। এই কাহিনী সমাজের যে ফাঁক ফোকর দিয়ে সংখ্যাগুরুর আধিপত্য মাথা তোলে, তার গল্প রয়...

শীঘ্রই মুক্তি পেতে চলেছে রৌনক ধরের পরিচালনায় ও উৎসরিক দাসগুপ্তর প্রযোজনার নতুন ছবি ‘সত্যায়ন’

সম্প্রতি মুক্তি পেয়েছে এআর এসএস এন্টারটেইনমেন্ট ও বক্স অফিস এর পরবর্তী ছবি 'সত্যায়ন' এর প্রমো এবং পোস্টার। রৌনক ধর এর পরিচালনায় ও উৎসরিক দাশগুপ্তর...

তৃষা’র কন্ঠে আসতে চলেছে দিব্য প্রীতম জুটির নতুন গান ‘একলা সারাদিন’…

প্রীতম দেবের সুরে ও গীতিকার দিব্যদ্যুতির লেখা গান "একলা সারাদিন" গাইলেন সঙ্গীতশিল্পী তৃষা চ্যাটার্জী। ২রা ডিসেম্বর সঙ্গীত পরিচালক প্রীতম দেবের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে...