Home বিনোদন শুধু বিনোদন নয়, বিপদে মানুষের পাশে দাঁড়াতেও এগিয়ে বাংলার তারকারা

শুধু বিনোদন নয়, বিপদে মানুষের পাশে দাঁড়াতেও এগিয়ে বাংলার তারকারা

কোরোনা মহামারীর কবলে বেশ কয়েক মাস যাবত ভেঙে পরেছে অর্থনীতি। তার উপর আঘাতের উপর আঘাত রূপে হানা দিয়েছে আম্ফান নামক ঘূর্ণি ঝড়। যার কবলে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা। লকডাউনের কারণে যে মানুষকে ভাবতে হচ্ছিলো কাল কি খাবো, তার আজ থাকার শেষ সম্বল টুকুও কেড়ে নিয়েছে প্রকৃতির এই পরিহাস।
কিন্তু লকডাউনে যেমন আর্ত দের ঘরে খাবার বা আমফানে বিপর্যস্ত দের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে আমাদের রাজ্য সরকার ও অন্যান্য বেসরকারি স্ংস্থা তেমনিই সেই দীন বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে পীছুপা না হয়ে এগিয়ে এসেছে এই বাংলার বিনোদন জগতের তারকারা। মানুষের দুঃখে বারবার কেঁদে উঠেছে তাদের মন।
সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, অভিনেতা রুদ্রনীল ঘোষ, চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জী, অভিনেতা যীশু সেনগুপ্ত, চলচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত বিনোদ ভাল্লা, দেবালয় ভট্টাচর্য্য, মহেন্দ্র সনির তত্ত্বাবধানে ও অন্যান্য শিল্পীদের সহযোগিতায় আমফান ঝড়ে বিপর্যস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তারা এগিয়ে এসেছেন। নিজদের সামর্থ্য মত দান করেই তারা থেমে থাকেন নি। তারা সেই সব আর্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাহায্যের হাত বাড়াতে আহ্বান জানিয়েছেন তাদের ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে তাদের বন্ধু ও ভক্তদের কাছে।

সাউন্ড ইঞ্জিনিয়ার অমিত চ্যাটার্জি ও সঙ্গীত শিল্পী ঈক্সিতা মুখার্জী জানিয়েছেন যে তারা সকলেই এখানে নিজেদের সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়েছেন এবং তিনি সকল মানুষের কাছে এই আর্জি রাখেন তারাও যেনো নিজের সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দেন।

যারা যারা নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান আমফানে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে তারা নিম্নে দেওয়া details এর মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।

vinod-valla-bank-account

- Advertisment -

জনপ্রিয়

সহজে ডাটা ট্রান্সফার করুন ৫ জিবি পর্যন্ত

ডাটা ট্রান্সফার আজকের দিনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছ। ফাইল ট্রান্সফার এর ওয়েবসাইট অনলাইন এ অনেক আছে, কিন্তু আপনি ব্যবহার করবেন কোনটি , কোনটি...

কাজের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে সরস্বতী নাট্যশালা

২০২২ এর শুরুতেই নেতাজীনগর সরস্বতী নাট্যশালা জোর কদমে তাদের কাজ শুরু করে দিয়েছে । গত এপ্রিল, মে, জুন পরপর তাদের চলতি নাটক মঞ্চস্থ করার...

দেশে নিষিদ্ধ হচ্ছে ফুচকা | ফুচকা প্রেমীদের মাথায় হাত

নেপালে আপাতত নিষিদ্ধ হচ্ছে ফুচকা। আজ সকালে এই ঘোষনা করা হয়েছে নেপাল সরকারের তরফ থেকে। সরকারের তরফ থেকে এও জানিয়ে দেওয়া হয়েছে না বলা...

‘আর কাউকে অভিশাপ দেবেন না প্লিজ’, KK-র মৃত্যুতে সোশ্যাল মিডিয়ার রোষানলে গায়ক রূপঙ্কর বাগচি

৩০ ও ৩১ তারিখ দুটি শো এর জন্য কলকাতায় এসেছিলেন KK। কিন্তু KK এর আসার অনেক আগে থেকেই KK -র লাইভ পারফরমেন্স জন্য উদ্দীপনা...