অতিরিক্ত শীতে কেক না পাওয়ায় বরফের কেক দিয়ে জন্মদিন পালন করলো এক সৈনিক।
‘আইস কেক’ কেটে এক জওয়ান এর জন্মদিন পালন করলেন তার সঙ্গীরা, ভিডিওটি দেখা মাত্রই চোখে জল আসতে বাধ্য। লোকেরা যখনই তাদের জন্মদিন উদযাপন করে, তারা অবশ্যই একটি সুন্দর এবং সুস্বাদু কেক নিয়ে আসে, তারপরে কেক কেটে জন্মদিন পালন করেন। এরপর, জন্মদিনটি আপনার বাড়ীতে বা কোনও বড় ইভেন্ট হলে একটি জমজমাট উপায়ে পালিত হয়। কিন্তু আমাদের অনেকেরই অজানা যারা দেশ রক্ষায় নিযুক্ত আমাদের সৈন্যরা এই মুহূর্তগুলি পায় না।
জন্মদিনের একটি সুস্বাদু কেক নেই বা পারিবারিক লোকজন বা সাজসজ্জার বাহার কিছুই নেই। তবুও, আমাদের জওয়ানরা সেখানে হাসি মুখে এবং ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে বাস করে। তারা পরিস্থিতি অনুযায়ী উপভোগ করতে শেখে। তারা সবসময় চেষ্টা করে যায়, যাতে আমরা সবসময় নিরাপদে থাকতে পারি।
दबा हर इच्छा दिल में , हर फिक्र धुंए में उड़ाते है।
मनती रहे आपकी हर सालगिरह सकून से, बस इसी की खातिर..
इस भारत माँ के कुछ बेटों के हर खास दिन , सरहदों पे ही निकल जाते है।।#Respect #Salute #Uniform pic.twitter.com/mgACse85kB— Pankaj Nain IPS (@ipspankajnain) June 29, 2020
এক সেনার জন্মদিন পালন করলো তার সহকর্মীরা। ওই সেনা আইস কেক কেটে জন্ম দিন পালন করলেন।
কেক তৈরি হয়েছিল বরফ দিয়ে। তার ওপরে লেখা ছিল বাবু। কেকের আকার ছিল লাভ। এই ভিডিও টি আইপিএস অফিসার পঙ্কজ নামক ব্যাক্তি শেয়ার করেন। সাথে লেখেন এরকম সুখের দিন যেনো বার বার ফিরে আসে। এরা ভারত মাতার বীর সন্তান। এবং লেখেন বন্দেমাতরম, জয় হিন্দ।