শ্রাবন্তী রোশনের সম্পর্ক নিয়ে বিবাদের মাঝে শ্রাবন্তীর ছেলে ঝিনুকের পোস্টে দানা বাঁধছে রহস্য
রোশন আর শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে, তবে এর কতটা সত্যি আর কতটাই বা গুজব জেনে নিন। সদ্য পোস্টে বিস্ফোরক তথ্য সামনে আনলো শ্রাবন্তীর ছেলে ঝিনুক।
বাংলা সিনেমার জগতে অনেক অল্পবয়স থেকেই অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয় জীবনে সফলতা পেলেও বৈবাহিক জীবনে সফল নন তিনি। প্রচুর সিনেমায় অভিনয় করেছেন শ্রাবন্তী, সেই সুবাদে অগণিত অনুরাগী তার। তবে তাকে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে রোশনের সাথে তৃতীয় বিবাহের সময়।
১৬ বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর জন্ম হয় তার পুত্র ঝিনুকের তবে বেশিদিন সে সম্পর্ক টেকেনি, ঝগড়া মনোমালিন্যের পর দুজনে দীর্ঘদিন আলাদা থাকে অবশেষে ডিভোর্স নিয়ে নেয় শ্রাবন্তী। ২০১৬ তে আইনি বিচ্ছেদ হয় রাজীব ও শ্রাবন্তীর । এরপর শ্রাবন্তী দ্বিতীয় বিবাহ করেন মডেল কিষান বিরাজের সাথে। তবে কিছুদিনের মধ্যেই এই বিয়েও ভেঙে যায়। ২০১৯ সালে প্রেমে পড়েছেন শ্রাবন্তী, এমন গুঞ্জনের মাঝেই শোনা যায় রোশনের কথা। ২০১৯ এর এপ্রিল মাসে রোশন সিং এর সাথে বিয়ে করেন শ্রাবন্তী । তৃতীয় বিয়ে নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। তবে সবকিছুই ঠিকঠাক চলছিল, পুজোর আগে থেকে গুঞ্জন ঠিক নেই রোশনের সাথে শ্রাবন্তীর সম্পর্ক, এর মধ্যেই জানা যায় দশমীর বেশ কিছুদিন আগে থেকে আলাদা থাকছেন তারা, এমনকি ইনস্টাগ্রামেও একে অপরকে আনফলো করে দিয়েছেন। এরপর খবরে উঠে আসে শ্রাবন্তী এবং রোশনের বিচ্ছেদের খবর।
গত ১৩ আগস্ট শ্রাবন্তী এবং রোশনের জন্মদিন ছিল, এবং পরের দিন ঝিনুকের। তিনজন মিলে পুজোর আগে মন্দারমনি ছুটির কাটাতে গেছিলেন। তারপর থেকেই নাকি ঝামেলা শুরু। হঠাৎ কি এমন হল এই নিয়ে চিন্তায় তার অনুগামীরাও।
শ্রাবন্তীর ছেলে ঝিনুকের সদ্য একটি পোস্ট আরও রহস্যময় করছে পুরো ব্যাপার, যেখানে
বেশ কয়েক বছরের পুরোনো একটি ছবি ঝিনুক তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন এবং ছবির ক্যাপশন দিয়েছেন something big coming up ” তারপর থেকেই জোর চর্চা তাহলে কি ব্যাপার টা অন্য কিছু। নাকি সমালোচক দের মন ঘোরাতে এরকম পোস্ট করেছেন ঝিনুক প্রশ্ন অনেকের ।