শেওরাফুলি ফাঁড়িতে ডেপুটেশন কার্যক্রম ঘিরে উত্তেজনা
ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে শনিবার শেওরাফুলি ফাঁড়িতে ছিল ডেপুটেশন কার্যক্রম,উদ্দেশ্য ছিল
শেওরাফুলি ঐতিহ্যাশালী বাজার পুনর্বহালের দাবী, যে কারণে বিজেপির কর্মীবৃন্দ কার্যকর্তা এবং বাজারের সাধারণ ব্যবসায়ীরা জমায়েত হয় শেওরাফুলি ইন্দিরা পার্কে। প্রায় তিন শতাধিক মানুষ এই কার্যক্রমে অংশ নেন, কিন্তু সেখানে পুলিশ এসে নির্বিচারে অংশগ্রহণকারীদের উপর লাঠিচার্জ করে৷ গ্রেপ্তার করে মন্ডল সভাপতি স্নেহানশু মহান্ত, দিলীপ মিত্র, তারাপদ দাস, সঞ্জীব ঢেঁকি এবং আরও অনেক কার্যকর্তা কে।
এই ঘটনার প্রতিবাদে শেওরাফুলি ফাঁড়ি ঘেরাও কর্মসূচী করা হয়,যেখানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সায়ান্তন বসু মহাশয়, জেলা সভাপতি শ্যামল বসু মহাশয়, জেলা সাধারণ সম্পাদক কিশান শাও মহাশয় , সম্পাদক রাকেশ চৌধুরী এবং আরও কিছু কার্যকর্তা। এই
কার্যক্রমের মাধ্যমে শেওরাফুলি বাজার নিয়ে ভবিষ্যতে আরও বৃহওর আন্দোলনের আশঙ্কা থাকছে।