সামনেই নির্বাচন, নির্বাচনে জয়ের লক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রস্তুতি প্রচার শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।
বিধানসভা নির্বাচনে ২০০ আসনেই জয়ী হবে গেরুয়া শিবির, আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে আবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
রবিবার হলদিয়ায় একটি জনসভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। সেখানে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি বলেন ইতিহাসে মুখ্যমন্ত্রীর নাম লেখা থাকবে শাড়ি পরা হিটলার হিসেবে ।
শুধু তাই নয় তৃণমূলের নেতা, কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে হুমকির সুরে হাত, পা, পাঁজর, মাথা ভেঙে দেওয়ার ধমকি দেন।
রবিবার হলদিয়ার জনসভায় দিলীপ ঘোষ বলেন তৃণমূলের দুষ্টুমি করা লোকেদের উদ্দেশ্যে তার বার্তা, আগামী ৬ মাসের মধ্যে যদি নিজেদের শুধরে না নেয় তাহলে তাদের হাত, পা, পাঁজর, মাথা ভেঙে এমন অবস্থা করে দেবেন যে বাড়ি যাওয়ার মতো অবস্থায় তারা থাকবে, তাদের সোজা হাসপাতালে যেতে হবে।
এখনও যদি তৃণমূলের সদস্যরা নিজেদের সামলে না নেন এরপর তাদের শ্মশানে পাঠানোর হুঙ্কারও দেন বিজেপি সভাপতি।
হলদিয়ার জনসভায় দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন, পঞ্চায়েত নির্বাচনে পুলিশের সাহায্য অনেক স্থানে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি, যেখানে বা দেওয়া হয়েছে সেখানে ভোট হতে বাধা দিয়েছে শাসকদল, এমনকি ছাপ্পাও মেরেছে বলেও অভিযোগ জানিয়েছেন তিনি।
রাজ্য পুলিশের উপর তিনি বিশ্বাস হারিয়েছেন বলেই জানান। পশ্চিমবঙ্গে কিভাবে ২০০ আসন জয় পাওয়া যাবে সেই রণকৌশল ঠিক করতে বিজেপি–র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা দিল্লিতে ডেকেছেন দিলীপ ঘোষকে।
সোমবার সকালে রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সঙ্গে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।
বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জনসভায় শাড়ি পরা হিটলার বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীকে
- Advertisment -