করোনায় আক্রান্ত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়
হুগলির বিজেপি সংসাদ লকেট চট্টোপাধ্যায় আক্রান্ত কোভিড-১৯-এ , শুক্রবার নিজেই একটি ট্যুইট করে তিনি জানান যে বেশ কয়েকদিন ধরে জ্বর, এবং করোনার আরও উপসর্গ ছিল তার। তাই তিনি করোনা পরীক্ষা করেন তিনি আইসোলেশনে আছে 7 দিন ধরে। তার করোনা রিপোর্ট আসে শুক্রবার সকালে। সেখানে দেখা যায় তার রিপোর্ট পজিটিভ। পরে তিনি সময় মত সবাইকে আরো কিছু জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। লকেট চ্যাটার্জীর আগেও 2 জন করোনা আক্রান্ত হন। তারা তৃণমূলের 2 জন প্রতিনিধি। তার মধ্যে একজন দমকল মন্ত্রী সুজিত বসু ও অপর জন তমনাশ ঘোষ। এরমধ্যে একজন সুস্থ হলেও ওপর জন করোনা যুদ্ধ জয় করতে পারেন নি। তিনি মারা যান। এমত অবস্থায় লকেট চ্যাটার্জীর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রীও।