রবীন্দ্রনাথের তিরোধান দিবসে রাজনৈতিক নেপোটিজম নয় – বললেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ৭ ই আগস্ট,২০২০ – আজ বাইশে শ্রাবন, ভারতীয় জনতা পার্টির কলকাতার সদর দপ্তরে রবীন্দ্রনাথের তিরোধান দিবস পালিত হল। এদিন কলকাতার সদর দপ্তরে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সভাপতি দিলীপ ঘোষ, সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
সদ্য বিজেপিতে আসা সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দোপাধ্যায় বলেন, বিজেপির সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি অন্যতম সদস্যা হয়ে সঙ্গীত পরিবেশন করেন।
‘ আমি মারের সাগর পাড়ি দেব’, ‘ আমার ভাঙা পথের রাঙা ধুলোয়’ গেয়ে শোনান তিনি।তিনি বক্তব্য রাখেন, ‘ আজ রবীন্দ্রনাথের তিরোধান দিবসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির স্রষ্টা রবি ঠাকুরকে স্মরন করে পথ চলায় অঙ্গীকারবদ্ধ। সাংস্কৃতিক নেপোটিজমের উধ্বে গিয়ে বাংলার প্রানপুরুষকে মনে রেখে এ যেন এক নতুন পথ চলা।”