শেওড়াফুলি বাজার কে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরেই লড়াই চলিয়ে যাচ্ছে বিজেপি। সম্মুখীন হতে হচ্ছে তাদের বারবার বিভিন্ন প্রতিবন্ধকতার, তবুও থেমে থাকেনি তাদের লড়াই। শেওড়াফুলি বিজেপি মন্ডল সভাপতি আমাদের আগেও জানিয়েছেন যে গরিবের ও মেহনতি মানুষের স্বার্থে তারা সর্বদাই এগিয়ে যাবেন কোনো বাধাবপত্তি তাদের পথচলাকে থামিয়ে দিতে পারবেনা। শেওড়াফুলি বাজাররের স্থানান্তরন তারা কখনওই মেনে নেবেন না। সকল মানুষের স্বার্থে শেওড়াফুলি বাজারকে পুনরায় আগের স্থানে ফিরিয়ে তারা আনবেই।
আজ শেওড়াফুলি বাজারকে রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় পুনরায় ফিরিয়ে আনার লক্ষে শেওড়াফুলি ঘোষ মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল ও মিছিল শেষে ডেপুটেশন জমা দেওয়ার কার্যাবলি স্থির করে তারা জমায়েত করেন শেওড়াফুলি ঘোষ মার্কেট এলাকায়।
আজ এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সাংগঠনিক মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল, জেলা বিজেপি সভাপতি শ্যামল বোস, স্নেহাংশু মহান্ত, শষি সিং প্রমুখ।
সূত্রের খবর অনুযায়ি শেওড়াফুলি ঘোষ মার্কেট এলাকায় জমায়েত হওয়া মাত্রই পুলিশ তাদের উপর আক্রমন করেন এবং গ্রেফতার করেন প্রায় কুড়ি জন মহিলা সহ আরও কিছু বিজেপি নেতৃত্ব কেও।
কিন্তু মানুষের প্রশ্ন একটাই কেন বার বার বাধা প্রদান করা হচ্ছে এই মহত উদ্দ্যেশ্য কে? কেন সরকার চায়না শেওড়াফুলির ঐতিহ্য যে বাজারকে কেন্দ্র করে সেই বাজারকে পুনরায় ফিরিয়ে আনতে? এর পেছনে কি কারণ থাকতে পারে? আপনাদের মতামত জানান কমেন্ট করে।