অভিনেতার মৃত্যু তদন্তে বিষ্ফোরক অভিযোগ বিহারের মন্ত্রীর
মঙ্গলবার বিহারের মন্ত্রী মহেশ্বর হাজারি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের বিষয়ে বিস্ফোরক অভিযোগ করে বলেছেন সুশান্ত সিং রাজপুতকে যে খুন করা হয়েছিল এটা সকলেই এতদিনে বুঝে গেছেন, এই খুনের নেপথ্যে কে আছেন তাও স্পষ্ট। তবুও এই মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ্যে কিছুতেই আসছে না। মহারাষ্ট্র সরকারকে তদন্তে সাহায্যের জন্য অনুরোধ করতে বলার পরও দোষীদের শাস্তি দেওয়া তো দূরের কথা তাদের নামও প্রকাশ্যে আসছেনা।
এর পর বিহার থেকে মুম্বইতে আসা তদন্তকারী দলকেও কোনও রকম সাহায্য করেননি মুম্বই পুলিশ, এমনকি তাদের ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত দিতে চায়নি।
তাঁর অভিযোগ মুম্বই পুলিশ সবই জানে তবুও সাহায্য করছেনা। বিহারের মুখ্যমন্ত্রীর অনুরোধের পর সুশান্তের
মামলার তদন্তভার নেয় সিবিআই। ইতিমধ্যেই রিয়া চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যদের জেরা করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে মামলা করেছে ইডি।’দিনের আলোর মতো স্পষ্ট এবং সেটা সবাই জানে, সুশান্ত খুন হয়েছেন! অভিযোগ বিহারের মন্ত্রীর
আবার সুশান্ত সিং রাজপুতের কোরিওগ্রাফার বন্ধু জানিয়েচছেন , মিডিয়ার সামনে সুশান্তের মৃত্যু নিয়ে কথা বলতেই তাঁকে আক্রমণ করা হয়, তাকে হুমকি দেওয়া হয় কিছু জানালে তারও পরিনতি একই হবে যেমনটা হয়েছে সুশান্তের। শুধু তাই নয় বেশ কয়েকজন তাকে লোহার রড নিয়ে মারার চেষ্টা করে, ১০০ ডায়াল করেও পুলিশের সাহায্য তিনি পাননি। পুলিশকে ঘটনাটি জানালে স্থানীয় থানায় তাকে একটি এফআইআর দায়ের করতে বলা হয় । তিনি আরও বলেও , সুশান্তের মৃত্যুর দিনকয়েক পরেই প্রাক্তন সহকারী দীপেশ স্বন্ত এবং সিদ্ধার্থ পিঠানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রিয়া চক্রবর্তীকেও সাহায্য করছে মুম্বই পুলিশ এমনটাই অভিযোগ তাঁর।