গত ৬ তারিখ
ভাটপাড়া-নৈহাটি কোঅপারেটিভ ব্যাঙ্কে হওয়া আস্থা ভোটে জয়লাভ করল তৃণমূল, অপসারিত হলেন চেয়ারম্যান অর্জুন সিংহ।
চলতি বছরের শুরুর দিকে
ভাটপাড়া-নৈহাটি কোঅপারেটিভ ব্যাঙ্কে চেয়ারম্যান অর্জুন সিংহ এর তত্ত্বাবধানে কোটি কোটি টাকার দুর্নীতি হয় বলে অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেসের কনভেনর সোমনাথ শ্যাম। ভুয়ো নথি দেখিয়ে পাইয়ে দেওয়া হয়েছে লোন এইসব অভিযোগের তদন্তে শুরু হয় মামলা। যার বিচার ভার পরে ব্যারাকপুর থানার গোয়েন্দা বিভাগের ওপর , তদন্তের পর দু’জনকে গ্রেফতার করা হয়।
এরপর ভাটপাড়া-নৈহাটি কোঅপারেটিভ ব্যাঙ্কে বোর্ড অফ ডিরেক্টরসদের চেয়ারম্যান অর্জুন সিংহ কে অপসারণের দাবিতে আনা হয় অনাস্থা ভোট, মোট ১৫ জন বোর্ড অফ ডিরেক্টরসের মধ্যে ১২ জন তৃণমূলের বাকি তিনজন বিজেপির, বিজেপি সদস্যরা এই ভোটে অনুপস্থিত থাকায় ১২-০ ভোটে জয়ী তৃণমূল। অর্জুন সিংহ অনুপস্থিত থাকায় এখনো পর্যন্ত মেলেনি তার প্রতিক্রিয়া।
ভাটপাড়া-নৈহাটি কোঅপারেটিভ ব্যাঙ্কে হওয়া আস্থাভোটে অপসারিত হলেন চেয়ারম্যান অর্জুন সিংহ
- Advertisment -