জন্ম শতবার্ষিকীতে ভানু বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে জাস্ট স্টুডিওর নিবেদন ‘ভানু একাই ১০০‘
বাংলা সিনেমায় এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সাম্যময় বন্দ্যোপাধ্যায় ওরফে ভানু বন্দ্যোপাধ্যায়। ২৬ শে অগাস্ট, ১৯২০ সালে তার জন্ম হয়। বাংলা চলচ্চিত্রের সেরা অভিনেতাদের মধ্যে একজন তিনি।
একাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয় করেছিলেন তিনি,
মন্ত্রমুগ্ধ’, ‘বরযাত্রী’ ‘পাশের বাড়ি’ ‘যমালয়ে জীবন্ত মানুষ’, ‘সাড়ে চুয়াত্তর’, ‘ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট’, ‘৮০তে আসিও না’, ‘ভানু পেলো লটারি’, ‘মিস প্রিয়ংবদা’ ‘ওরা থাকে ওধারে’ ইত্যাদি এর মধ্যে অন্যতম।
অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মের শতবর্ষ উপলক্ষে তাঁকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে সুচন্দ্রা ভানিয়ারের প্রযোজনায় Just Studio র তরফে আসতে চলেছে ‘ভানু একাই ১০০‘ ।
বাংলার এক ঝাঁক তারকা যাদের মধ্যে আছে সাবিত্রী চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক,
লিলি চক্রবর্তী, বিপ্লব
চ্যাটার্জি, গৌতম হালদার,
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবব্রত সরকার, মেঘনাদ ভট্টাচার্য এবং
ভানু বন্দ্যোপাধ্যায়ের পুত্র গৌতম বন্দ্যোপাধ্যায় অভিনেতার স্মৃতিতে ভাবুক হয়ে তাদের অনুভূতির কথা ব্যক্ত করেছেন।
আগামী ২৬ শে আগস্ট বুধবার Just Studio’র ইউটিউব চ্যানেলে রাত ৮ টায় মুক্তি পাবে ভানু একাই ১০০ ‘।
এমন এক অভিনেতার তথ্যচিত্র করা খুব প্রয়োজন ছিল সাথেই এমন কাজ করতে পেরে গর্বিত এবং আনন্দিত,জানিয়েছেন সুচন্দ্রা ভানিয়া।