বিয়েতে কেন সাত পাক ঘোরা হয়:
বিয়ে হলো দুটো মানুষের মনের মিলন।দুটো পরিবারের মিলন।একজন অপরজনকে প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতিগুলিকে সারা জীবন প্রেম, নিষ্ঠা ও যত্ন সহকারে পালন করা।
নানা ধর্মে নানা রীতি অনুযায়ী বিয়ে সম্পাদন হয়।তেমনিই হিন্দু ধর্মের বিয়েতেও নানা রকম নিয়ম রয়েছে। যেমন গায়ে হলুদ, শুভ দৃষ্টি, সিঁদুর দান,কন্যাদান, খই পোড়ানো, প্রভৃতি। বিয়ের সময় এই সব নিয়ম যেমন করতেই হবে, ঠিক তেমনই সাত পাক ঘোরাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রীতি।যেটা ছাড়া হিন্দু বিবাহ সম্পন্ন হওয়া অসম্ভব।
সাত পাক ঘোরার কারণ:
আমরা সকল হিন্দুরাই জানি হিন্দু ধর্মের বিয়েতে সাত পাকে ঘোরা টা একটা অতি গুরুত্বপূর্ণ একটা নিয়ম।কিন্তু কেন এই নিয়মের উদ্ভব তা কি আমরা সবাই জানি!জানি না।তাই আজ সাত পাকে ঘোরার কারণ টা জেনে নিই-
পাত্র ও কনে সাত বার আগুনের চারপাশে ঘুরলে মনে করা হয়, অগ্নি দেবতাকে সাক্ষী রেখে তারা সাতটি জন্মের জন্য একে অপরের সাথে বাঁধা পড়ে গেলো।অগ্নি দেবতাকে সাক্ষী রাখা হয় কারণ,তাকে সাক্ষী রেখে সারা জীবনের জন্য কিছু অঙ্গিকার করা হয়। স্বামী স্ত্রীর প্রতি ও স্ত্রী স্বামীর প্রতি খুব নিষ্ঠা সহকারে এই অঙ্গীকার গুলো পালন করার জন্য অগ্নি দেবতাকে সাক্ষী রাখা হয়,যাতে সেই অঙ্গীকার গুলোর কোনোদিন অমর্যাদা না করা হয়। সারা জীবনের জন্য একে অপরের প্রতি দায়িত্ব, কর্তব্য, সত্য, সমর্থন, দুঃখ,কষ্ট এই সাতটি অঙ্গীকার যেন তারা জীবনের শেষ দিন পর্যন্ত পালন করতে পারে।