Home জেলার খবর সাবধান! ফোনের সমস্যায় ভুগছেন? হতে পারে আপনার ব্যাংক একাউন্ট হ্যাক | নিদর্শন...

সাবধান! ফোনের সমস্যায় ভুগছেন? হতে পারে আপনার ব্যাংক একাউন্ট হ্যাক | নিদর্শন চুঁচুড়ায়

কিছুদিন ধরে দম্পতি ভুগছিলেন ফোনের সমস্যায়। ফোনের সমস্যার জন্য দম্পতিকে ভুল বুঝিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা উধাও করে দিলেন দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে চূঁচূড়ার বালির বালির মোড় তিওয়ারি পাড়ায়।

দম্পতি সঞ্জয় ঘোষ ও স্ত্রী কবিতা ঘোষ পুলিশের কাছে অভিযোগ দায় করেন। আজ থেকে প্রায় 2 মাস আগে প্রতারণার ঘটনাটি ঘটে। সঞ্জয় বাবু ব্যাংকের পাশ বুক আপডেট করতে গিয়ে তার এই ঘটনাটি চোখে পড়ে।চন্দননগরের পুলিশ কমিশনারেট আধিকারিকেরা জানান – তারা ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছেন। কিন্তু শনিবার পর্যন্ত দুষ্কৃতীরা কোনো হদিশ মেলেনি। দুষ্কৃতীদের হাত থেকে গ্রাহকদের বাঁচাতে ব্যাঙ্ক কর্তিপক্ষ এবং প্রশাসনের তরফ থেকে আগাম সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

সঞ্জয় বাবু পেশায় ব্যবসায়ী। সঞ্জয় বাবু ও কবিতা দেবীর যৌথ অ্যাকাউন্ট রয়েছে চূঁচূড়ার একটি বেসরকারি ব্যাংকে। তারা বলেন তাদের কাছে ফোন আসে 22 শে জুলাই। কবিতা দেবী ফোন ধরলে তাকে বলা হয় ফোন থ্রি জি থেকে ফোর জি তে ট্রান্সফারের জন্য নম্বর চাওয়া হয়, কবিতা দেবী নাম্বার দেন। সাথে আধার কার্ড ও বলা হয় ওটিপি সমেত একটা ম্যাসেজ যাবে সেটি ফরওয়াড ও করতে বলা হয় কবিতা দেবী তাই করেন। এরপর তাদের মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়।
এরপর একব্যক্তি ব্যাংকের ম্যানেজারের পরিচয় দিয়ে সমস্ত ব্যাংক ডিটেলস নেওয়া হয়। এতে তাদের সন্দেহ হওয়ায় তারা ব্যাংক ডিটেলস দেন নি। এরপর ওই নাম্বারে ফোন করলে ফোন সুইচ অফ দেখায়। এরপর সঞ্জয় বাবু ব্যাংকে গেলে তার চোখে পড়ে।

- Advertisment -

জনপ্রিয়

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া, সমাজের লক্ষ্মী’…

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া' সমাজের লক্ষ্মী’। কিন্তু এই ছবির সঙ্গে নির্ভয়া কাণ্ডের কোনো মিল নেই। একটি ১৩ বছরের মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার...

লোকগান ‘ঠাকুরজামাই’ মিউজিক ভিডিওতে অন্যরূপে দেখা মিললো স্বস্তিকা দত্তের….

ছোট পর্দা ও বড়ো পর্দার বেশ পরিচিত মুখ স্বস্তিকা দত্ত. কখনো রাধিকা রূপে কখনো ডালি রূপে আবার কখনো কবিতা রূপে দেখা মিলেছে তার. প্রথমবার...

Platform 8 OTT’ তে সদ্য রিলিজ হলো সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার ছবি “সর্ষেফুল”…

সম্প্রতি আকাশ বাংলার প্রস্তুতি প্লাটফর্ম 8 OTT তে সদ্য মুক্তি পেলো Roll Camera Action এর প্রযোজনায় নির্মিত, এবং সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার...

মুক্তি পেলো অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “শিউলি”…

এই পুজোয় মুক্তি পেলো জয় রায় এন্টারটেইনমেন্ট প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'শিউলি'। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার। পরিচালক তাদের এই স্বল্প দৈর্ঘ্যের...